JIO Recharge: জিওর সস্তায় সেরা অফার! মাত্র ১৮৯ টাকাও পান আনলিমিটেড ফোনকল এবং ডেটার সুবিধা

Published : Aug 11, 2025, 03:03 AM IST
jio recharge plans

সংক্ষিপ্ত

JIO Recharge: দামে কম, মানে ভালো বর্তমানে জিও -এর রিচার্জ প্ল্যান। মাত্র ১৮৯ টাকায় দিচ্ছে এক মাসের প্রিপেইড প্ল্যান, যাতে আনলিমিটেড ফোনকল থেকে শুরু করে ডেটাও পাবেন। চলুন জেনে যেওয়া যাক বিশদ।

JIO Recharge: দামে কম, মানে ভালো। বর্তমানে জিও -এর রিচার্জ প্ল্যান। টেলিকম ইনডাস্ট্রিতে কে কত ভালো রিচার্জ প্ল্যান এনে গ্রাহকের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারে, এই চেষ্টা সবসময়ই চলে। এবার অন্যান্য সব টেলিকম কোম্পানিগুলোকে টেক্কা দিয়ে জিও আবার উঠে এলো উপরে। মাত্র ১৮৯ টাকায় দিচ্ছে এক মাসের প্রিপেইড প্ল্যান, যাতে আনলিমিটেড ফোনকল থেকে শুরু করে ডেটাও পাবেন। সাধারণের জন্য এক আকর্ষণীয় ও সাশ্রয়ী প্ল্যান এটি।

জিও-র এই প্ল্যানের মূল উদ্দেশ্যেই থাকবে যাতে গোটা মাস ধরে স্বল্প খরচে জন্য সাধারণেরা জিও সিম কার্যকর করে রাখতে পারে। 

চলুন তবে দেখে নিই, কী কী সুবিধা পাওয়া যাবে এই প্রিপেইড প্ল্যানে?

* জিও-র ওয়েবসাইটে প্রকাশ হয়, ১৮৯ টাকায় এই প্ল্যানটি কার্যকর হবে ২৮ দিনের জন্য, মিলবে আনলিমিটেড কলের সুবিধা

* গোটা দেশে রোমিং কলও করা যাবে এই প্ল্যান রিচার্জ করা থাকলে

* মিলবে ২ জিবি হাইস্পিড ডেটা

* মিলবে ৩০০ টা মেসেজিঙের (SMS) সুবিধা

* এছাড়াও জিও টিভি ও জিও ওআই ক্লাউড অ্যাপের সুবিধা

জিও-র এই ১৮৯ টাকার প্ল্যানের মতো আরেকটি জনপ্রিয় টেলিকম কোম্পানি এয়ারটেলেরই বা কী প্ল্যান আছে? কীই বা সুবিধা মিলবে তাতে?

জিও-র মতো এয়ারটেলের সবচেয়ে সস্তার একমাসের প্রিপেইড প্ল্যান মেলে ১৯৯ টাকায়। এতে -

* ২৮ দিনের জিনিও মিলবে আনলিমিটেড ফোন কল

* গোটা দেশে রোমিং-এর সুবিধা মিলবে

* ২ জিবি হাইস্পিড ডেটার সুবিধা পাওয়া যাবে

* রয়েছে ৩০০ টি এসএমএস - এর সুবিধা

* পারপ্লেক্সিটি এআই অ্যাপের সাবস্ক্রিপশনও দেবে এয়ারটেল

এছাড়াও, এয়ারতেলের আরও একটি প্রিপেইড প্ল্যানের অফার মিলছে এখন, খরচ করতে হবে মাত্র ১৯৫ টাকা। এতে পাবেন -

* ১৯৫ টাকার এই অফারে মিলবে ৯০ দিনের ভ্যালিডিটি

* সঙ্গে পাবেন ১৫ জিবি ডেটা

* এছাড়াও বিনামূল্যে জিও হটস্টারের সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন এতে। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার