উৎসবের মরশুমে সুখবর। বিরাট অফার নিয়ে হাজির ওয়ানপ্লাস। সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ডে ভোরে উঠলো নেট দুনিয়া- 'সেলিব্রেট দিওয়ালি উইথ ওয়ানপ্লাস'।
উৎসবের মরশুমে দারুন অফার নিয়ে হাজির ওয়ানপ্লাস (OnepLus)। ওয়ানপ্লাস স্মার্টফোন, স্মার্টটিভি, অডিওসহ বিভিন্ন সামগ্রীগুলির উপর উৎসবের ধামাকা অফার চালু করতে চলেছে সংস্থা। এই অফারের মধ্যে ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস, নো-কস্ট ইএমআইসহ নানান অফার রয়েছে। তবে স্মার্ট ফোনের ক্ষেত্রে কেবল ওয়ানপ্লাস ৯ সিরিজেই (Oneplus 9 series) পাওয়া যাবে এই অফার। ওয়ানপ্লাস 9, ওয়ানপ্লাস 9 প্রো এবং ওয়ানপ্লাস 9 আরসহ তিনটি ফোনই গ্রাহকরা 4 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে 9 মাস পর্যন্ত বিনা খরচে ইএমআইতে পেতে পারেন।
উৎসব উপলক্ষে 2 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত ওয়ানপ্লাস 9 প্রো (Oneplus 9 Pro) -তে 4,000 টাকা, ওয়ানপ্লাস 9 (Oneplus 9) -এ 3,000 টাকা এবং ওয়ানপ্লাস 9 আর (Oneplus 9R) -এ 3,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। গ্রাহকরা তাঁদের iOS ডিভাইস এক্সচেঞ্জ করেও পেতে পারেন ছাড়ের এই অফারটি। এছাড়াও ১লা অক্টোবর থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত বাজাজ ইজি ফাইন্যান্সে ৬ মাসের ডাউন পেমেন্টের মাধ্যমে গ্রাহকরা 18 মাসের EMI পেতে পারেন। এইচডিএফসি পেপার ফাইন্যান্স ১লা অক্টোবর থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত ৪ মাসের ডাউন পেমেন্ট সহ ১২ মাসের ইএমআইএর অফারও দিচ্ছে।
ভারতে Oneplus 9 5G ফোনটির দুই ধরণের মূল্য ধার্য করা হয়েছে। কারণ ফোনটি আদতে দুই ধরণের স্টোরেজ বিশিষ্ট একটি ফোন। অ্যামাজন প্রাইমে Oneplus 9 ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ বিশিষ্ট ফোনটির দাম রাখা হয়েছে ৪৬,৯৯৯ টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ বিশিষ্ট ফোনটির দাম রাখা হয়েছে ৫১,৯৯৯ টাকা। Oneplus 9 প্রো ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ বিশিষ্ট ফোনটির দাম রাখা হয়েছে ৬০,৯৯৯ টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ বিশিষ্ট ফোনটির দাম রাখা হয়েছে ৬৫,৯৯৯ টাকা। Oneplus 9R ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ বিশিষ্ট ফোনটির দাম রাখা হয়েছে ৩৬,৯৯৯ টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ বিশিষ্ট ফোনটির দাম রাখা হয়েছে ৪০,৯৯৯ টাকা।
* 6.55 ইঞ্চি গরিলা গ্লাস ডিসপ্লে
* Qualcomm Snapdragon 888 প্রসেসর
* 4500 MAh ব্যাটারি সাপোর্ট
* ট্রিপল ক্যামেরা সেটআপ
* ছয় ধরণের Sensor
এছাড়া এই ফোনে 48 MP+ 50MP+ 2MP সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকছে 16 MPফ্রন্ট ক্যামরা। ব্যাটাররি সেটআপের ক্ষেত্রেও Oneplus 9 5G ফোনে 65W ফাস্ট চার্জিং সাপোর্টসহ শক্তিশালী 4500 mAh ব্যাটারি রাখা হয়েছে। ফলে মাত্র ২৯ মিনিটে ১০০% ব্যাটারি হয়ে যাওয়ার ক্ষমতা রাখে এই ফোনটি। কানেক্টিভিটির ক্ষেত্রে এই ফোনটি 3G-4G-5G সাপোর্টেড। ওয়ানপ্লাস 9R ফোনটি প্রধানত দুটি কালারে পাওয়া যাচ্ছে - কার্বন ব্ল্যাক ও লেক ব্লু। অন্যদিকে ওয়ানপ্লাস 9 প্রো ফোনটি পাওয়া যাচ্ছে মোট তিনটি কালারে - মর্নিং মিস্ট, পাইন গ্রিন এবং স্টেলার ব্ল্যাক। আর, ওয়ানপ্লাস 9 ফোনটি পাওয়া যাচ্ছে যাচ্ছে অ্যাস্ট্রল ব্ল্যাক, উইন্টার গ্রিন এবং আর্কটিক স্কাই এই তিনটি কালারে।