দুর্দান্ত ফিচার-সহ বাজারে এল Oppo A94 5G Smartphone

  • Oppo A94 5G বিশ্ব বাজারে লঞ্চ করেছে
  • এই ফোনটি ইউরোপেও লঞ্চ হয়েছে
  • এতে রয়েছে 8 GB RAM এবং শক্তিশালী ব্যাটারি
  • জেনে নেওয়া যাক এই ফোনের ফুল স্পেসিফিকেশন

Oppo একটি নতুন স্মার্টফোন Oppo A94 5G লঞ্চ করেছে। এই ফোনটি ইউরোপে Oppo Reno 5Z 5G স্মার্টফোন নামে লঞ্চ করা হয়েছে। যা গত সপ্তাহে সিঙ্গাপুরেও লঞ্চ হয়েছিল। জানা গিয়েছে এই স্মার্টফোনটি একটি রিব্র্যান্ডেড সংস্করণ। Oppo A94 5G সিঙ্গেল ভেরিয়েন্ট 8 GB + 128 GB উপস্থাপিত হয়েছে, যার দাম ৩৫৯ ইউরো অর্থাৎ ভারতীয় দামে যা প্রায় ৩২,০০০ টাকা। এই ফোনটির সর্বাধিক বিশেষ বিষয় হল এটির 8 GB RAM এবং শক্তিশালী ব্যাটারি।

আরও পড়ুন- বিশ্বজুড়ে ডাউন ছিল টুইটার, ব্লক অ্যাক্সেসও সমস্যা হয়েছে কয়েক হাজার ইউজারদের 

Latest Videos

Oppo A94 5G-তে রয়েছে 6.43 ইঞ্চি এর অ্যামোলেড ডিসপ্লে। এছাড়া এতে রয়েছে পাঞ্চ-হোল ডিজাইন। এই ফোনের স্ক্রিনটির রেজোলিউশন ফুল HD+ এবং এর অনুপাতের পরিমাণটি 20: 9। Oppo A94 5G ফোনের ডিসপ্লেটি রিফ্রেশ রেট সহ 60 Hzs-এ আসে । এই ফোনের স্ক্রিনটির টাচ স্যাম্পলিং হার 180 হার্জ। ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 OS রয়েছে যার উপরে Color OS 11.1 স্কিন রয়েছে।

আরও পড়ুন- প্রশান্ত কিশোরের অডিও কিভাবে হল ভাইরাল, জেনে নিন কি ভাবে কাজ করে এই ক্লাবহাউস অ্যাপ 

Oppo A94 5G-ফোনে 8 GB RAM এবং এই ফোনের একটি মাত্রা ৮০০ U চিপসেট রয়েছে। Oppo A94 5G হ্যান্ডসেটটিতে 8 GB RAM রয়েছে। স্মার্টফোনে 128 GB ইন্টারন্যাল স্টোরেজও রয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যেতে পারে। ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ক্যামেরা হিসাবে, ফোনের পিছনে অ্যাপারচার f/1.7 সহ একটি 48-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। একটি 8-মেগাপিক্সেল আল্ট্রাভায়োলেট সেন্সর, একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো এবং একটি 2-মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর রয়েছে। সেলফি তোলার জন্য Oppo A94 5G-তে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে।

চার্জিং-এর জন্য, Oppo A94 5G স্মার্টফোনটিতে একটি ৪৩১০ mAh ব্যাটারি রয়েছে, এটি 30 w ফাস্ট চার্জিং সমর্থন-সহ আসে। কানেকশন-এর জন্য, Oppo A94 5G ফোনে ডুয়াল সিম সমর্থন, 5G, ওয়াই-ফাই 6, ব্লুটুথ 5.1, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ-সি এবং 3.5 মিমি অডিও জ্যাকের মতো বৈশিষ্ট্য রয়েছে।

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন