৬৪ মেগাপিক্সেল ক্যামেরা-সহ উন্নতমানের ফিচার, ৭ জুলাই লঞ্চ হতে চলেছে পোকো এমটু প্রো

  • মোবাইলের প্রতিযোগীতায় বেশ জনপ্রিয় স্মার্টফোন
  • স্টাইলিশ লুক-সহ উন্নতমানের ফিচারের জন্য এই ফোন আকর্ষণীয়
  • ৭ জুলাই মঙ্গলবার ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এমটু প্রো 
  • রইল পোকো এক্স২ স্মার্টফোন-এর স্পেসিফিকেশন

মোবাইলের বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই সংস্থার স্মার্টফোন। সম্প্রতি ভিন্ন সংস্থার তকমা পেয়ে জনপ্রিয় হয়ে উঠছে পোকো। স্টাইলিশ লুক-সহ উন্নতমানের ফিচার নিয়ে পোকো ক্রমশ জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। ৭ জুলাই মঙ্গলবার ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এমটু প্রো স্মার্টফোন। সংস্থাটি ইতিমধ্যে এই ফোনের একটি টিজার প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায়। এই টিজার থেকে পোকো এর এই নতুন ফোনটি সম্পর্কে আরও কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। ফোনটি ফ্লিপকার্টে দুপুর বারটায় লঞ্চ হবে এবং প্রি-বুকিং শুরু হবে।  এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের উল্লেখযোগ্য ফিচারগুলি।

আরও পড়ুন- লঞ্চ হল ভিভো ওয়াইথার্টি দাম মাত্র ১৪,৯৯০ টাকা, রয়েছে আরও নানান ফিচার

Latest Videos

এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে। পোকো এক্স২ স্মার্টফোনে থাকতে পারে ৬ জিবি স্টোরেজ ক্যাপাসিটি। সেই সঙ্গে এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি। প্রসেসর এর জন্য ব্যবহার করা হয়েছে অক্টাকোর প্রসেসর। এই ফোনে থাকছে হোল পাঞ্চ ডিসপ্লে। সেই সঙ্গে পোকো এক্স২ স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেব ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১০। এর সঙ্গে এমআইইউআই ১১ স্কিন। সেই সঙ্গে ফোনের ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ দেখা গিয়েছে। এই ফোনে রয়েছে ৫০২০ এমএএইচের ব্যাটারি।

আরও পড়ুন- স্মার্টফোনের চেয়েও স্লিক স্মার্ট টিভি আনতে চলেছে ওয়ানপ্লাস, ২ জুলাই সন্ধে ৭ টায় হবে লাইভ স্ট্রিমিং

 

এই স্মার্টফোনে সেলফি ক্যামেরার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল-এর ক্যামেরা সেন্সর। প্রাইমারি ক্যামেরায় থাকছে ১) ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেলে আল্ট্রা ওয়াইড সেন্সার + ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর + ২ মেগাপিক্সেল-সহ এইচডিআর প্যানোরোমার সুবিধা। এছাড়া রয়েছে কনটিনিউয়াস স্যুটিং, ডিজিটাল জুম, অটো ফ্ল্যাস, ফেস ডিটেকশন এর সুবিধা। এছাড়া রয়েছে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এর সুবিধা। লঞ্চের দিনের জানা যাবে এই স্মার্টফোনের দাম।

Share this article
click me!

Latest Videos

'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!