শুরু হল পোকো এক্স ২ এর ফ্ল্যাশ সেল, রইল বিস্তারিত

  • মোবাইলের প্রতিযোগীতায় বেশ জনপ্রিয় স্মার্টফোন
  • স্টাইলিশ লুক-সহ উন্নতমানের ফিচারের জন্য এই ফোন আকর্ষণীয়
  • শুরু হয়েছে পোকো এক্স২ স্মার্টফোন-এর ফ্ল্যাশ সেল
  • পোকো এক্স২ স্মার্টফোন-এর স্পেসিফিকেশন
     

মোবাইলের বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই সংস্থার স্মার্টফোন। সম্প্রতি ভিন্ন সংস্থার তকমা পেয়ে জনপ্রিয় হয়ে উঠছে পোকো। স্টাইলিশ লুক-সহ উন্নতমানের ফিচার নিয়ে পোকো ক্রমশ জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। আজ শুরু হয়েছে পোকো এক্স২-এর ফ্ল্যাশ সেল। এর আগের ফ্ল্যাশ সেল-এ সব ফোনই বিক্রি হয়েগিয়েছিল। তবে গতবারের চেয়ে স্টকের পরিমান বাড়িয়ে আবারও ফ্লিপকার্টে বিক্রি শুরু হয়েছে এই ফোনের। এক নজরে রইল এই ফোনের বিস্তারিত ফিচারসগুলি।

আরও পড়ুন- প্রি-বুকিং অফার-সহ বিক্রি শুরু ওপো রেনোথ্রি প্রো স্মার্টফোনের, রইল বিস্তারিত

Latest Videos

আরও পড়ুন- ভিভো নিয়ে আসছে নতুন স্মার্টফোন, ৩ মার্চ লঞ্চ হবে নতুন এই স্মার্টফোন

এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে। পোকো এক্স২ স্মার্টফোনে থাকতে পারে ৬ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ, ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি ব়্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। স্টোরেজ ক্যাপাসিটি অনুযায়ী এই ফোনের দাম ৬ জিবি ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১৫,৯৯৯ টাকা। ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১৬,৯৯৯ টাকা এবং ৮ জিবি ব়্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ১৯,৯৯৯ টাকা। 

আরও পড়ুন- ৬৮ মেগাপিক্সেল এইচডিআর ক্যামেরা সেন্সর-সহ লঞ্চ হল এলজি-র ফাইবজি স্মার্টফোন

এই ফোনে থাকছে হোল পাঞ্চ ডিসপ্লে। সেই সঙ্গে পোকো এক্স২ স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেব ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১০। এর সঙ্গে এমআইইউআই ১১ স্কিন। সেই সঙ্গে ফোনের ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ দেখা গিয়েছে। এই ফোনে রয়েছে ৪৫০০ এমএএইচের ব্যাটারি। এই স্মার্টফোনে সেলফি ক্যামেরার জন্য রয়েছে ২০ + ২ মেগাপিক্সেল-এর ডুয়েল ক্যামেরা সেন্সর। প্রাইমারি ক্যামেরায় থাকছে ১) ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেলে আল্ট্রা ওয়াইড সেন্সার + ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর + ২ মেগাপিক্সেল-সহ এইচডিআর প্যানোরোমার সুবিধা। তবে আর দেরি না করে সেলে কিনে নিন এই স্মার্টফোন।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today