রাজনৈতিক প্রচারে আর ব্যবহার করা যাবে না ফেসবুক, পদক্ষেপের ভাবনা জুকেরবার্গ-এর

Published : Jan 28, 2021, 02:52 PM IST
রাজনৈতিক প্রচারে আর ব্যবহার করা যাবে না ফেসবুক, পদক্ষেপের ভাবনা জুকেরবার্গ-এর

সংক্ষিপ্ত

নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয় তুমুল বিতর্ক এই অশান্তির জন্য আঙ্গুল ওঠে ফেসবুক  রাজনৈতিক খবরের সংখ্যা কমানোর চিন্তাভাবনা করছে ফেসবুক সাধারণ মানুষ টাইমলাইনে রাজনৈতিক ফিড পেতে বেশি ইচ্ছুক নন

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয় তুমুল বিতর্ক। নির্বাচন ঘিরে অশান্তির জন্য আঙ্গুল ওঠে ফেসবুক (Facebook)এর দিকে। ডেমোক্র্যাটিক সেনেটর এড এই বিষয়ে চিঠি পাঠান মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg)-কে। চিঠিতে জানানো হয় ফেসবুক (Facebook) প্ল্যাটফর্মে রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রচার বন্ধ করতে ব্যর্থ হয়েছিল। এই ঘটনার ফলেই ফেসবুক (Facebook)এর প্রধাণ জুকেরবার্গ জানিয়েছে, ফেসবুক (Facebook)এর নিউজ ফিডে রাজনৈতিক খবরের সংখ্যা কমানোর বিষয়ে চিন্তাভাবনা করছে ফেসবুক (Facebook)।

আরও পড়ুন- স্টাইলিস লুক সেই সঙ্গে ৬ টি ক্যামেরা সেটআপ, লঞ্চ হল Motorola Edge S ...

ফেসবুক (Facebook) সিইও মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg) আরও জানিয়েছেন, সাধারণ মানুষ তাদের টাইমলাইনে রাজনৈতিক বিষয়ে ফিড পেতে বেশি ইচ্ছুক নন। রাজনৈতিক দলগুলি এই প্ল্যাটফর্ম ব্যবহার করে রাজনৈতিক কর্মসূচী চালাতে ব্যবহার করে। কারণ বিশ্বে অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম এই ফেসবুক (Facebook)। ঠিক এই কারণেই রাজনৈতিক প্রচার চালানোর জন্য বিভিন্ন দলগুলি এই মাধ্যমকেই ব্যবহার করে। 

আরও পড়ুন- লঞ্চের আগেই ফাঁস হল ফিচার, ভারতে লঞ্চ হতে চলেছে Poco M3 ...

এই কারণেই সংস্থা সিদ্ধান্ত নিতে চলেছে, ‘ফেসবুক (Facebook) এবার থেকে ব্যবহারকারীদের কাছে এই রাজনৈতিক দলগুলির সুপারিশ করবে না।’ এই কারণেই রাজনৈতিক বিষয়বস্তুর পরিমাণ কমাতে সমস্ত ব্যবস্থা নেবে ফেসবুক (Facebook)। শীঘ্রই এই বিষয়ে পদক্ষেপ নেবে সংস্থা। এমনই মতমত প্রকাশ করেছেন ফেসবুক (Facebook)ের কর্ণধার মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg)।

PREV
click me!

Recommended Stories

Top 5 Smartphones: ২০২৫ সালের সেরা ৫টি স্মার্টফোন কোনগুলি? রইল পুরো তালিকা
Samsung Galaxy A57: বড় চমক স্যামসাং-এর, বাজারে আসছে গ্যালাক্সি এ৫৭ ৫জি