WhatsApp: আনরিড মেসেজ দেখতে না চাইলে সরিয়ে ফেলা যাবে সহজেই, নতুন সুবিধা হোয়াটসঅ্যাপে

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এই অ্যাপ নিয়মিত নতুন ফিচার নিয়ে আসে। এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার আনা হল।

Soumya Gangully | Published : May 23, 2024 4:32 PM IST / Updated: May 24 2024, 12:58 AM IST

অ্যানড্রয়েড মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা আনা হল। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চাইলে স্বয়ংক্রিয়ভাবে আনরিড মেসেজ সরিয়ে ফেলার ব্যবস্থা চালু করতে পারেন। হোয়াটসঅ্যাপ আপডেট করলে এই নতুন সুবিধা পাওয়া যাবে। গুগল প্লে স্টোরে অ্যানড্রয়েড ২.২৪.১১.১৩ হোয়াটসঅ্যাপ বিটায় নতুন ফিচার পাওয়া যাচ্ছে। নতুন ফিচার অনুযায়ী, প্রতিবারই হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময় মেসেজ দেখার বিষয়টি ঠিক করতে পারবেন ব্যবহারকারীরা। সবারই হোয়াটসঅ্যাপে অনেক সময় একাধিক আনরিড মেসেজ থাকে। কোন মেসেজ দেখবেন আর কোন মেসেজ স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে ফেলবেন, সেটি ঠিক করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। এই ফিচার পরিবর্তনও করা যাবে।

আনরিড মেসেজ নিয়ে নতুন অপশন

হোয়াটসঅ্যাপ বিটা ইনফোর পক্ষ থেকে জানানো হয়েছে, একটি নতুন অপশনের মাধ্যমে আনরিড মেসেজ সরিয়ে ফেলা যাবে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যখনই মেসেজ দেখার চেষ্টা করবেন, তখনই আনরিড মেসেজ সরিয়ে ফেলা যাবে। এর ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধা হবে। বিশেষ করে যাঁরা অনেকগুলি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, তাঁদের সুবিধা হবে। এই গ্রুপগুলিতে এমন অনেক মেসেজ থাকে যা না দেখলেও চলে। এই মেসেজগুলি স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে ফেলা হলে সময় বাঁচবে। কোন আনরিড মেসেজগুলি দেখতে চান, সেটা ঠিক করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে আগেই চ্যাট ফিল্টার ফিচার চালু করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে মেসেজগুলিকে তিনটি আলাদা বিভাগে ভাগ করা হয়েছে। এই বিভাগগুলি হল 'অল', 'আনরিড' ও 'গ্রুপস'। এর ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মেসেজগুলি দেখা এবং উত্তর দেওয়া সহজ হচ্ছে। অনেক আনরিড মেসেজ থাকলে যেমন সময় নষ্ট হয়, তেমনই অনেকে বিরক্তও হন। এ কথা মাথায় রেখেই ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার চালু করল হোয়াটসঅ্যাপ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

WhatsApp Banned: প্রায় ৭০ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ! 'খারাপ অ্যাকাউন্ট' চিহ্নিত করে ব্যান করল ভারত সরকার

Whatsapp: ভারতে বন্ধ হয়ে গেল ৭৪ লক্ষ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, অভিযোগের ভিত্তিতে বিচার করে বন্ধ করল 'মেটা'

WhatsApp features: আইফোন ব্যবহারকারীদের জন্য পাঁচ নতুন ফিচার্স নিয়ে এল হোয়াটসঅ্যাপ, জানুন কী কী নতুন থাকছে

Read more Articles on
Share this article

Latest Videos

click me!

Latest Videos

Mamata Banerjee : 'আপনারা টাকা খাচ্ছেন, সব শেষ হয়ে যাচ্ছে! কতটা খাচ্ছেন জানিনা...' বিস্ফোরক মমতা
Narendra Modi on Congress | লোকসভার প্রথম অধিবেশনেই কংগ্রেসকে আক্রমণ মোদীর, দেখুন কী বললেন
Suvendu Adhikari : কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার কতটা আর কিভাবে হয়েছে! ফাঁস করলেন শুভেন্দু, দেখুন
হিংসা অব্যাহত! থানায় অভিযোগ জানানোর পর এফআইআর তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে
Suvendu Adhikari : 'বাংলায় জঙ্গিদের সরকার চলছে, খাল কেটে কুমির নিয়ে আসা হচ্ছে' বিস্ফোরক শুভেন্দু