ঘুরতে গেলে এবার সঙ্গে নিয়ে যান ওয়াশিং মেশিনও, শুনে অবাক হলেও এটাই বাস্তব

Published : Mar 06, 2022, 10:47 AM IST
ঘুরতে গেলে এবার সঙ্গে নিয়ে যান ওয়াশিং মেশিনও, শুনে অবাক হলেও এটাই বাস্তব

সংক্ষিপ্ত

যুগের সঙ্গে তাল মিলিয়ে সকলের সুবিধার্থে এবার আপনার ছোট ব্যাগে ওয়াশিং মেশিন যাতে বহন করতে পারেন সেই সুবিধা এসে গেছে। মাত্র ৮৯৯ টাকায় যদি এই পোর্টেবল ওয়াশিং মেশিন পাওয়া যায় তাহলে তো আর কোনও কথাই নেই। শুধু অফলাইন বাজারই নয়, অনলাইন মার্কেটেও এই পোর্টেবল ওয়াশিং পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের জনপ্রিয় অনলাইন শপিং সাইটে এই পোর্টেবল ওয়াশিং মেশিন পাওয়া যাবে।


ওয়াশিং মেশিন (Washing Machine) যে বিশালাকৃতির কোনও বস্তু এবার সেই ধারনা থেকে বেড়নোর সময় কিন্তু হয়ে গিয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে সকলের সুবিধার্থে এবার আপনার ছোট ব্যাগে ওয়াশিং মেশিন (Portable washing Machine) যাতে বহন করতে পারেন সেই সুবিধা এসে গেছে। সকলের মনে একটা ধারনা রয়েছে যে যত বড় জিনিস হবে দামও হবে তত বেশি। তাই অনেকে ইচ্ছে থাকলেও দামের কারনে ওয়াশিং মেশিন কিনে উঠতে পারেন না। তবে এবার এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার সময় হয়ে গিয়েছে। কারন এসে গিয়েছে পোর্টেবেল ওয়াশিং মেশিন। এটিকে খুব সহজেই আপনি যেখানে খুশি সেখানে নিয়েও যেতে পারবেন। আর দামও একেবারে পকেট ফ্রেন্ডলি। এই ধরনের পোর্টেবল ওয়াশিং মেশিনের (Portable Washing Machine) কথা অনেকেরই অজানা। আরও একটা জিনিস শুনলে একেবারে চমকে যাবেন। হাজার টাকার কমে পাওয়া যাবে এই মেশিন (Low Price)। বলা বাহুল্য, এই ওয়াশিং মেশিনের আকার আর ওয়াইফিয়ের রাউটারের আকারের মধ্যে কোনও বিশেষ পার্থক্য নেই। বলা ভাল, পোর্টেবল ওয়াশিং মেশিনের (Portable washing Machine) আয়তন রাউটারের আয়তনের (Washing Machine Structure) সমান। 

পোর্টেবল ওয়াশিং মেশিন রাখার জন্য বিশেষ জায়গারও প্রয়োজন হয় না। একটি বালতি রাখতে যে পরিমান জায়গা লাগে এই পোর্টেবল ওয়াশিং মেশিন রাখতেও সেই পরিমান জায়গা লাগে। প্রতিদিনের জামাকাপড় ধোয়ার জন্য এটি কিন্তু বিশেষভাবে উপযোগী। এছাড়াও ভ্রমণ পিপাসুদের জন্য এই ধরনের পোর্টেবল মেশিন বিশেষভাবে উল্লেখযোগ্য। বাইরে ঘুরতে গেলে জামাকাপড় পরিস্কার করার দরকার হয়। সেই সময় যদি একটা এই রকম পোর্টেবল ওয়াশিং মেশিন থাকে তাহলে তো একেবারে কেল্লাফতে। দাম ও ব্যবহারের দিক দিয়ে সুবিধা বিচার করলে পোর্টেবল ওয়াশিং মেশিনের জুড়ি মেলা ভার। আজকাল বেশিরভাগ মানুষই ফ্ল্যাট বাড়িতে থাকেন। সেক্ষেত্রে জায়গাও একটা সমস্য়া থেকেই যায়। সেক্ষেত্রেও এই ধরনের পোর্টেবল মেশিনের বিশেষ সুবিধা রয়েছে। বড় আকারের ওয়াশিং মেশিন আর পোর্টেবল মেশিনের ব্যবহারের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই কিছু পার্থক্য থাকবে। 

তাহলে জেনে নেওয়া যাক, পোর্টেবল ওয়াশিং মেশিন কীভাবে ব্যবহার করবেন। এটি ব্যবহার করার জন্য একটি বালতি প্রয়োজন। সেখানে আধ বালতি জল রাখতে হবে। মেশিনের ভিতর একটি শক্তিশালী পাখা রয়েছে। সঙ্গে রয়েছে একটি সাকশন কাপ। এই মেশিনটিকে বালতির সাথে জুড়ে দিতে হবে। এবার পাওয়ার প্লাগ বিদ্যুতের বোর্ডের সঙ্গে জুড়ে দিতে হবে। তারপর সুইচ অন করলেই চালু হয়ে যাবে মেশিন। আকার ও আয়তন দুটোই অনেকটা কম বলে যে কোন হালকা কাপড় এই ধরনের পোর্টেবল ওয়াশিং মেশিনে ধোওয়ার সুবিধা রয়েছে। মাত্র ৮৯৯ টাকায় যদি এই পোর্টেবল ওয়াশিং মেশিন পাওয়া যায় তাহলে তো আর কোনও কথাই নেই। শুধু অফলাইন বাজারই নয়, অনলাইন মার্কেটেও এই পোর্টেবল ওয়াশিং পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের জনপ্রিয় অনলাইন শপিং সাইটে এই পোর্টেবল ওয়াশিং মেশিন পাওয়া যাবে। স্বল্প দামে এই সুবিধা পেতে চাইলে আজই কিনে ফেলুন পোর্টেবল ওয়াশিং মেশিন। 

PREV
click me!

Recommended Stories

5G Growth in India: ৫জি ব্যবহারে আমেরিকাকে টপকে বিশ্বের মধ্যে দ্বিতীয় ভারত? স্বপ্নের 'ডিজিটাল ইন্ডিয়া'
Ban Gambling Apps: আবারও কেন্দ্রের ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক! একাধিক বেটিং অ্যাপ এবং ওয়েবসাইট নিষিদ্ধ