ডুয়েল সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল রিয়েলমি সিক্স প্রো-এর, রইল বিস্তারিত

  • মোবাইলের প্রতিযোগীতায় বেশ জনপ্রিয় স্মার্টফোন
  • স্টাইলিশ লুক-সহ উন্নতমানের ফিচারের জন্য এই ফোন আকর্ষণীয়
  • ভারতে লঞ্চ হল রিয়েলমি সিক্স প্রো-এর এই ফোন
  • রইল রিয়েলমি সিক্স প্রো স্মার্টফোন-এর স্পেসিফিকেশন

মোবাইলের প্রতিযোগীতায় বেশ জনপ্রিয় স্মার্টফোনের এই কোম্পানি। এই সংস্থার একের পর এক স্মার্টফোন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে গ্রাহকদের মধ্যে। স্টাইলিশ লুক-সহ উন্নতমানের ফিচার এই ফোন জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ। সম্প্রতি ভারতীয় বাজারে হল রিয়েলমি সিক্স প্রো-এর এই ফোন। এই ফোনে সাধ্যের মধ্যে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার। লঞ্চের পর থেকেই ফোনপ্রেমীদের নজরে আসে এই ফোন। জেনে নেওয়া আরও কী কী নতুন ফিচার রয়েছে রিয়েলমি সিক্স প্রো স্মার্টফোনে।

আরও পড়ুন- ফোন করলেই করোনা সচেতনতা, রিং এর বদলে শোনা যাচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের সতর্কবার্তা

Latest Videos

 ইতিমধ্যেই এই ফোন ঘিরে বেশ উত্তেজনা দেখা গিয়েছে ফোনপ্রেমীদের মধ্যে। এর আগেও রিয়েলমি-র ফোন বেশ ভালো ব্যবসা করেছে ভারতীয় বাজারে। তাই এবারে রিয়েলমির এই নতুন ফোনও ভারতীয় গ্রাহকদের মন কাড়বে বলে আশাবাদী সংস্থা। এই ফোনে রয়েছে ওয়াটার-ড্রপ নচ সহ ডিসপ্লে। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ফোনে রয়েছে ফাস্ট চার্জিং এর সুবিধা-সহ ৪৩০০ এমএএইচের ব্যাটারি। রিয়েলমি সিক্স প্রো স্মার্টফোনে থাকছে ৬ জিবি ও  ৬৪ জিবি স্টোরেজে, ৬ জিবি ও  ১২৮ জিবি স্টোরেজে, ৮ জিবি ব়্যাম সেই সঙ্গে ১২৮ জিবি স্টোরেজে ক্যাপাসিটি। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যানড্রয়েড ১০। 

আরও পড়ুন- দোল ও হোলি উপলক্ষে পঞ্চব্যঞ্জন, রাজ্য মৎস্য দফতরের তত্ত্বাবধানে মিলছে বিশেষ সুযোগ

রিয়েলমি সিক্স প্রো-তে থাকছে গোরিলা গ্লাস এর সুরক্ষা। এই ফোনের ক্যামেরায় ক্রোমা বুস্ট, স্লো মোশন ভিডিও, এইচডিআর মোডও থাকছে। এই স্মার্টফোনে সেলফি ক্যামেরার জন্য রয়েছে ১০৫ ডিগ্রি আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। প্রাইমারি ক্যামেরায় থাকছে ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স + ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স +১২ মেগাপিক্সেলে টেলিফটো লেন্স + ৪ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স-সহ এইচডিআর প্যানোরোমার সুবিধা। শোনা গিয়েছে  রিয়েলমি সিক্স প্রো-এর ৬ জিবি ও  ৬৪ জিবি ভেরিয়েশনের দাম ১৬,৯৯৯ টাকা। ৬ জিবি ও  ১২৮ জিবি ভেরিয়েশনের ১৭,৯৯৯ টাকা ও ৮ জিবি ও ১২৮ জিবি ভেরিয়েশনের ১৫,৯৯৯ টাকা থাকতে পারে। সংস্থার তরফ থেকে কিছু জানানো হয়নি। ১৩ মার্চ দুপুর ১২টায় এই স্মার্টফোনের ফাস্ট সেল শুরু হবে।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র