৭৯,৯৯৯ টাকায় ছিল Samsung Galaxy S23 FE-এর লঞ্চিং দাম।
স্যামসাংয়ের নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স Galaxy AI সহ সবচেয়ে কম দামের ফোন এখন Samsung Galaxy S23 FE। মাত্র ২৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এই ফোনটি। ৩০,০০০ টাকার কম দামের মধ্যে সেরা স্যামসাং স্মার্টফোন এটি।
৭৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল Samsung Galaxy S23 FE। Galaxy S24 FE ৫৯,৯৯৯ টাকায় বাজারে আসার পর থেকেই Galaxy S23 FE-এর দাম কমেছে। ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ২৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Galaxy S23 FE। ৬২ শতাংশ ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। নেই কোনও-কস্ট ইএমআই-এর ঝামেলা। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম এটি। এক্সচেঞ্জ অফারে ফোনটি আরও কম দামে কিনতে পারবেন। তবে ২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা।
Samsung Galaxy S23 FE-তে রয়েছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। রয়েছে স্যামসাংয়ের শক্তিশালী Exynos 2200 প্রসেসর। ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং ৮ মেগাপিক্সেল 3X অপটিক্যাল জুম টেলিফোটো - এই তিনটি ক্যামেরা থাকছে ফোনটির পিছনে। সেলফি তোলার জন্য থাকছে ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৪৫০০ mAh ব্যাটারি। এই ব্যাটারি ২২ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে বলে দাবি স্যামসাং কর্তৃপক্ষের। সার্কেল টু সার্চ সহ আরও অনেক AI ফিচার রয়েছে এই স্মার্টফোনে।
অর্থাৎ, স্যামসাংয়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স Galaxy AI সহ সবচেয়ে কম দামের ফোন এখন Samsung Galaxy S23 FE। মাত্র ২৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এই ফোনটি। ৩০,০০০ টাকার কম দামের মধ্যে সেরা স্যামসাং স্মার্টফোন এটি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে