Aadhar Card update: গত ১০ বছরেও আপডেট করেননি আধার কার্ড? ১৪ ডিসেম্বরের মধ্যে আপডেট না করলেই বিপদ, জানুন পদ্ধতি

আগামী ১৪ ডিসেম্বরের মধ্যেই আধার কার্ড আপডেট করার সময় সীমা বেঁধে দিল দ্যা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া।

গত ১০ বছরে একবারও আপডেট করেননি আধার কার্ড? বড় সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যেই আধার কার্ড আপডেট করার সময় সীমা বেঁধে দিল দ্যা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এই সময়সীমার মধ্যে আধার কার্ড আপডেট করলে তার জন্য কোনও টাকা লাগবে না বলে জানানো হয়েছে ইউডিআই-এর মাধ্যমে। মূল ইউআইডিএআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে আধার কার্ডের যে বিষয়গুলি আপডেটের জন্য ৫০ টাকা করে নিত আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত এই চার্জ নেবে না ইউডিএয়াই। এই সময় মূলত জনসংখ্যা সংক্রান্ত তথ্যগুলি আপডেট করা যাবে। যেমন নাম, ঠিকানা, জন্মতারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর এবং ইমেলের মতো তথ্যগুলি।

আধার কার্ড আপডেটের প্রয়োজনীয়তা

Latest Videos

দ্যা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ভারতে আধার কার্ড আপডেট বাধ্যতামূলক করেছে। এর আগেই জানানো হয়েছিল যে দেশের প্রতিটি নাগরিককে প্রতি ১০ বছর অন্তর আধার কার্ড আপডেট করতে হবে। এই নিয়মের মূল লক্ষ্য হল প্রতারণা এড়াতে যাতে সমস্ত তথ্য আপডেট করা যাচ্ছে। ইউআইডিএআই বলছে, আপনার জীবনের নানা পরিবর্তন আসতে পারে। যেমন ঠিকানার বদল অথবা বিয়ে বা মোবাইল নম্বর পরিবর্তন। এই পরিবর্তীত স্টেটাস আধার কার্ডে আপডেট করা প্রয়োজনীয়। পুরনো তথ্য আধারকার্ডে আপডেট করা না থাকলে বিপদে পড়ার সম্ভাবনা থেকেই যায়।

অনলাইনে আধার কার্ড কীভাবে আপডেট করবেন?

১। প্রথমেই ইউআইডিএআই ওয়েবসাইটে গিয়ে লগইন আইডি পাসওয়ার্ড জেনারেট করতে হবে।

২। সেখান থেকে যেতে হবে মাই আধার ট্যাবে। ড্রপ ডাউন মেনু থেকে ইওর আধার অপশনটি সিলেক্ট করুন।

৩। আপনার আধার নম্বরটি দিয়ে দিন। আপডেট আধার ডিটেলস পেজটিতে ক্লিক করলেই আপনার নম্বরে পৌঁছে যাবে ওটিপি।

৪। এবার ওটিপি দিয়ে লগইন করতে পারেন।

৫। এরপর ডেমোগ্রাফিক ডিটেইলস দিতে হবে। যে তথ্যগুলি বদলাতে যান সেখানে গিটে ক্লিক করুন এবং শেষে সাবমিট করুন।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia