আকর্ষণীয় ফিচার-সহ লঞ্চ হল ভিভো ওয়াইফিফটি স্মার্টফোন, চলছে প্রি বুকিং

Published : Apr 06, 2020, 04:15 PM ISTUpdated : Apr 06, 2020, 04:20 PM IST
আকর্ষণীয় ফিচার-সহ লঞ্চ হল ভিভো ওয়াইফিফটি স্মার্টফোন, চলছে প্রি বুকিং

সংক্ষিপ্ত

সম্প্রতি লঞ্চ হল ভিভো ওয়াইফিফটি স্মার্টফোন স্টাইলিশ লুক-সহ প্রকাশিত হয়েছে এই স্মার্টফোনের স্পেসিফিকেশন ১১ এপ্রিল শনিবার অবধি চলবে এই ফোনের প্রি বুকিং কি কি ফিচার রয়েছে এই স্মার্টফোনে

বাজারে এল মোবাইলের আরও একটি নতুন সংযোজন। সম্প্রতি কম্বোডিয়ায় লঞ্চ হল ভিভো ওয়াইফিফটি স্মার্টফোন। স্টাইলিশ লুক-সহ প্রকাশিত হয়েছে এই স্মার্টফোনের স্পেসিফিকেশন। তাতেই জানা গিয়েছে এই ফোনের বিস্তারিত তথ্য। এই ফোন লঞ্চের সঙ্গে সঙ্গে এই স্মার্টফোনের বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেছে মোবাইলপ্রেমীরা। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ১১ এপ্রিল শনিবার অবধি দক্ষিণ পূর্ব এশিয়ায় নেওয়া হবে এই ফোনের প্রি বুকিং। বুকিং এর আগে এক নজরে দেখে নেওয়া যাক কি কি ফিচার রয়েছে এই স্মার্টফোনে।

আরও পড়ুন- লঞ্চের আগেই ফাঁস হল ওপো এটুয়েলভ স্মার্টফোনের স্পেসিফিকেশন, রইল বিস্তারিত

ভিভো ওয়াইফিফটি স্মার্টফোনে থাকছে ৮ জিবি ব়্যাম ও ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ক্যাপাসিটি। থাকছে ২৫৬ জিবি অবধি এক্সপেন্ডেবল মেমরির সুবিধা। এর সঙ্গে থাকছে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডিআর  পাঞ্চ হোল ডিসপ্লে। সেই সঙ্গে রয়েছে ওয়াটারড্রপ নচ ও আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন-সহ ১৬এম কালার। অপারেটিং সিস্টেম হিসাবে ভিভো ওয়াইফিফটি স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে অ্যানন্ড্রয়েড ১০ অক্টাকোর প্রসেসর। এছাড়া এই ফোনে থাকছে লাইট সেন্সর, প্রক্সিমাইটি সেন্সর ও কম্পাস।

আরও পড়ুন- জলের দরে মিলবে দুর্দান্ত ফিচার, লঞ্চ হল রেডমি ৮এ প্রো স্মার্টফোন

এই স্মার্টফোনের ক্যামেরা অত্যন্ত আকর্ষণীয়। সেলফি ক্যামেরার জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল এইচডিআর ক্যামেরা সেন্সর। প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে ১) ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ২)  ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ৪) ২ মেগাপিক্সেল-এর ডেপথ সেন্সর-সহ এলইডি ফ্ল্যাস, এইচডি ও প্যানোরোমার সুবিধা। একই সঙ্গে ভিভো ওয়াইফিফটি স্মার্টফোনে থাকছে ফাস্ট চার্জ সাপোর্টের সঙ্গে নন রিমুভেবল ৫০০০ এমএএইচের ব্যাটারি। ফোনের স্ক্রীনের নীচের দিকে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর-এর সুবিধা।  

PREV
click me!

Recommended Stories

Top 5 Smartphones: ২০২৫ সালের সেরা ৫টি স্মার্টফোন কোনগুলি? রইল পুরো তালিকা
Samsung Galaxy A57: বড় চমক স্যামসাং-এর, বাজারে আসছে গ্যালাক্সি এ৫৭ ৫জি