ভারতে হোয়াটসঅ্যাপের প্রধান কর্তা অভিজিৎ বসু পদত্যাগ, সঙ্গে সরলেন আরও অনেক ভারতীয়

Published : Nov 15, 2022, 08:56 PM IST
Whatsapp

সংক্ষিপ্ত

টুইটারের সিইও পরাগ আগারওয়ালের পর এবার ইস্তফা দিলেন ভারতে হোয়াটসঅ্যাপের প্রধান কর্তা অভিজিৎ বসুর পদত্যাগ নতুন করে উস্কে দিলো জল্পনা। 

কর্মী ছাঁটাই বা পদত্যাগের গল্প বার বার শোনা যাচ্ছে, সম্প্রতি কর্পোরেট কোম্পানিগুলোতে । পাবলিক কোম্পানির অন্দরে কানাঘুষো যে সেই অর্থে কোম্পানি লাভের অঙ্ক দেখতে পারছে না একেবারেই। তাই এই মন্দার জেরে হচ্ছে ব্যাপকহারে হচ্ছে কর্মীছাঁটাই। কোম্পানির বড়োকর্তাদেরও যোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন।তাই একের পর এক পদত্যাগ করছেন পাবলিক কোম্পানিগুলির শীর্ষকর্তারা। এর আগেও টুইটারের সিইও পরাগ আগারওয়ালের পদত্যাগ নিয়ে তোলপাড় হয়েছিল টেক জগৎ। সেই আবহ যেতে না যেতেই ফের হোয়াটসঅ্যাপের প্রধান কর্তা অভিজিৎ বসুর পদত্যাগ নতুন করে উস্কে দিলো জল্পনা। সূত্রের খবর অভিজিৎ বসুর সঙ্গেই ইস্তফা দিয়েছেন মেটা ইন্ডিয়ার পাবলিক পলিসির ডিরেক্টর রাজীব আগারওয়ালও ।বর্তমানে অস্থায়ীভাবে রাজীবের দায়িত্বভার বর্তেছে ভারতের হোয়াটসঅ্যাপ পাবলিক পলিসির ডিরেক্টর শিবনাথ ঠুকরালের উপর। তবে খুব দ্রুত তাদের পদ প্রতিস্থাপনের জন্য লোক খোঁজা হবে।

বার্তাপ্রেরণকারী অ্যাপ হিসেবে দুনিয়ায় হোয়াটসঅ্যাপের জুড়ি মেলা ভার। ভারতের লোকসংখ্যা বেশি হাওয়ায় ভারতে সেই সংস্থার বাজার খুব বড়ো । হোয়াটসঅ্যাপে কোনও দেশকেন্দ্রিক প্রধানের চল না থাকলেও শুধুমাত্র ভারতের বাজার বড়ো হওয়ার কারণে ভারতবর্ষে হোয়াটস্যাপ এর নানা কর্মূসূচির দায়িত্বভার পেয়েছিলেন অভিজিৎ । কাজের জগতে অভিজিৎ ববি নামে পরিচিত । তিনি হোয়াটসঅ্যাপ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কেন নিলেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

প্রসঙ্গত, সম্প্রতি মেটা ১১ হাজার কর্মীকে ছাঁটাই করার কথা ঘোষণা করেছে। এ মাসের শুরুতেই মেটা ইন্ডিয়ার প্রধান অজিত মোহন ইস্তফা দেন। তিনি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বী সংস্থা ‘স্ন্যাপ’-এ যোগ দিতে চলেছেন। অভিজিৎও কি সেই পথেই হাঁটবেন ? জানা যায়নি এখনও । তবে রাজীব অন্য কোনও সংস্থায় যোগ দিতে পারেন বলে কানাঘুষো শোনা যাচ্ছে টেক দুনিয়ায় ।কিন্তু রাজীব অবশ্য এ নিয়ে মুখ খোলেননি এখনও ।

হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট অভিজিৎকে পরবর্তী কাজের জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন ইতিমধ্যেই । তাঁর হাতেই ভারতবর্ষে হোয়াটসঅ্যাপ এক নয়া উচ্চতা অর্জন করেছিল। অভিজিতের কাজের ধারাকেই আরও সক্রিয়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার আর্জি জানিয়েছেন উইল ভারতীয় কর্মীদের কাছে । খুব দ্রুত অভিজিতের জায়গায় অন্য কাউকে নিয়ে আসা হবে বলে সংস্থা সূত্রে খবর।

নিউইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ডের প্রাক্তনী অভিজিৎ হোয়াটসঅ্যাপে যোগ দেওয়ার আগে ওরাক্‌ল কর্পোরেশনে কর্মরত ছিলেন। মার্চেন্ট পেমেন্ট ফার্ম ইজ়িট্যাপেরও সহ-প্রতিষ্ঠাতাও ছিলেন অভিজিৎ।

আরও পড়ুন

হোয়াইট হাউসে প্রচার অভিযান ডোনাল্ড ট্রাম্পে, রিপাবলিকানদের বশে আনতে নয়া উদ্যোগ

নাক' দিয়ে যায় চেনা! লম্বা নাকের জন্য গিনেস বুকে একসময় নাম উঠেছিল থমাস ওয়েডার্সের, ফের ভাইরাল হল তার ছবি

G20 সম্মেলনে চিনা রাষ্ট্রপতি শি জিংপিং-এর সঙ্গে বৈঠক মোদীর, মঙ্গলবার কথা বললেন ইন্দোনেশিয়ার ভারতীয়দের সঙ্গে

PREV
click me!

Recommended Stories

Redmi Note 15 Pro: অপেক্ষার অবসান খুব শীঘ্রই! কবে লঞ্চ হচ্ছে রেডমি নোট ১৫ প্রো সিরিজ?
WhatsApp New Feature: ভিডিও কল নিয়ে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, না জানলেই মিস করবেন