WhatsApp-এ চলে এল নতুন ফিচার? এখন বেজায় খুশি মোবাইল ব্যবহারকারীরা

Published : Feb 16, 2025, 10:55 PM IST

WhatsApp নতুন নতুন আপডেট নিয়ে আসছে।

PREV
16
WhatsApp এবার চ্যাট থিম এবং ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার সুবিধা নিয়ে এসেছে

সম্প্রতি অনেক আপডেট নিয়ে আসছে WhatsApp।

26
ভিডিও কল, বিল্ডারস, ইভেন্ট শিডিউল সহ নতুন নতুন ফিচার এসেছে WhatsApp-এ

এবার চ্যাট থিম এবং ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার সুবিধাও এসেছে। 

36
শীঘ্রই সব WhatsApp ব্যবহারকারীর জন্য এই ফিচারটি চালু হবে

WhatsApp-এ মেটা চ্যাট থিম এবং চ্যাট ব্যাকগ্রাউন্ডের জন্য ওয়ালপেপার চালু করেছে। ক্যামেরা রোল থেকে ব্যাকগ্রাউন্ড বেছে নেওয়া যাবে। 

46
রঙিন ওয়ালপেপার ব্যবহার করে চ্যাটকে আরও আকর্ষণীয় করে তোলা যাবে

WhatsApp প্রদত্ত থিম ছাড়াও ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো থিম ব্যবহার করতে পারবেন। Instagram-এ এই ফিচারটি ইতিমধ্যেই রয়েছে। 

56
তবে, Instagram-এ কিছু সীমিত সংখ্যক থিম রয়েছে

WhatsApp-এ থিম ব্যবহার করতে প্রথমে WhatsApp খুলুন।

66
তারপর সেটিংস-এ গিয়ে Chats অপশনটি বেছে নিন
click me!

Recommended Stories