খারাপ খবর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য, ফোন পরিবর্তন না করলে বন্ধ হতে পারে হোয়াটস অ্যাপ

আগামী ২৪ অক্টোবরের পর বন্ধ হয়ে যাবে হোয়াটস অ্যাপ।। সঠিক ফোন না থাকলে আপনি এই অ্যাপ ব্যবহারের সুবিধা থেকে বঞ্চিত হবেন।

সোশ্যাল মিডিয়ার ওপর আমরা সকলেই কম-বেশি নির্ভরশীল। বিনোদন তো বটেই সঙ্গে জরুরি কাজের কারণেও কারণে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকি। এর মধ্যে অন্যতম হল হোয়াটস অ্যাপ। ছবি আদান প্রদান থেকে ডকুমেন্টস আদানপ্রদান, দূরে থাকা কারও সঙ্গে ভিডিও কল করা থেকে আমরা নানান রকম কাজে ব্যবহার করে থাকি হোয়াটস অ্যাপ। কিন্তু, জানেন কি শীঘ্রই বন্ধ হয়ে যাবে এই হোয়াটস অ্যাপ। আগামী ২৪ অক্টোবরের পর বন্ধ হয়ে যাবে হোয়াটস অ্যাপ।। সঠিক ফোন না থাকলে আপনি এই অ্যাপ ব্যবহারের সুবিধা থেকে বঞ্চিত হবেন।

জানা গিয়েছে, ২৪ অক্টোবরের পর থেকে শুরু অ্যান্ড্রয়েড ৫.০ সংস্করণটি ছাড়া অন্য কোনও ফোনে চলবে না হোয়াটস অ্যাপ। এখন প্রশ্ন হল কীভাবে পাবেন এই অ্যান্ড্রয়েড ৫.০ সংস্করণটি। যদি আপনার ফোনের মডেল লেটেস্ট হয়ে থাকে, তা হলে কোনও সমস্যাই নেই। কিন্তু, মডেল লেটেস্ট না হলে সমস্যায় পড়তে হবে হোয়াটস অ্যাপ ব্যবহার করতে গিয়ে। তাই হোয়াটস অ্যাপ ব্যবহার করতে চাইলে সহজ উপায় হল অ্যান্ড্রয়েড ৫.০ আছে এমন ফোন কিনে নিন। আর ফোন না কিনেও ব্যবহার করতে পারেন হোয়াটস অ্যাপ। সেক্ষেত্রে আপনাকে ফোনে সফটওয়্যার আপডেট করতে হবে। একান্ত এই দুই অপশন আপনার কাছে না থাকলে কী করবেন ভেবে পাচ্ছেন না ? এক্ষেত্রে পুরনো অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ না থাকলে টেলিগ্রাম বা সিগনালের মতো অ্যাপ ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে সেই একইভাবে তথ্য পাঠাতে পারেন। এতেও মিলবে সমান সুবিধা।

Latest Videos

তবে, তার আজে জেনে নিন আপনার ফোনে অ্যান্ড্রয়েড ৫.০ আছে কিনা। তা জানতে হলে প্রথমে আপনার ফোনে সেটিংস অপশনে ক্লিক করুন। সেখান থেকে অ্যাবাউট ফোন বটনে ক্লিক করুন। এবার সফটওয়্যার ইনফো বাটনে ক্লিক করলেই জানতে পেরে যাবে আপনার ফোনের বিস্তারিত তথ্য।

তাই সতর্ক হন। ২৪ অক্টোবরের আগে নিজের ফোন ঠিক করে নিন। আপনার ফোনে অ্যান্ড্রয়েড ৫.০ আছে কি না তা জেনে নিন। এই কয় পদ্ধতি অনুসরণ জেনে নিন আপনার ফোনের অ্যান্ড্রয়েড কত। সেই অনুসারে, নতুন পদক্ষেপ নিন। তা না হলে সমস্যায় পড়তে পারে ২৪ অক্টোবরের পর। ব্যবহারের সুবিধা হারাতে পারেন এই অ্যাপের। তাই দেরি না করে, এবার সতর্ক হন।

 

আরও পড়ুন

স্ট্রেস থেকে ঘুমের অভাব- পুজোর আগে মেদ কমাতে এই পাঁচ ভুল করবেন না, জেনে নিন কী কী

Red Grapes: আয়রন থেকে ক্যালসিয়াম, লাল আঙুর খেলে মিলবে এই অসাধারণ এই পুষ্টিগুণ

Health Tips: কার্ডিয়াক অ্যারেস্ট নাকি হার্ট অ্যাটাক, কোনটি বেশি বিপজ্জনক? দুটির মধ্যে পার্থক্য জেনে নিন

Share this article
click me!

Latest Videos

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আরও এক Bangladeshi অনুপ্রবেশকারী গ্রেফতার
'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই প্রান গেল তৃণমূল কাউন্সিলারের' বিস্ফোরক মন্তব্য Sujan Chakraborty-র
‘Mamata Banerjee দুই দিন পর BSF-কেও না রাষ্ট্রদ্রোহী বলে দেন’ পাল্টা দিলেন Adhir Ranjan Chowdhury
'জনজাতিদের নিচু করে মমতা আর মোদী মাথায় করে রাখে' পশ্চিম মেদিনীপুরে গিয়ে এ কী বললেন শুভেন্দু?
ফুটবল খেলার সময় এ কী ঘটে গেল! শোকের ছায়া Madhyamgram-এ | North 24 Parganas News Today