১০ হাজারের মধ্যে দুর্দান্ত ফিচার, ২৭ অগাষ্ট লঞ্চ হচ্ছে রেডমি নাইন

  • এই সংস্থার ফোন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে গ্রাহকদের মধ্যে
  • উন্নতমানের ফিচার এই ফোন জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ
  • ১০ হাজারের মধ্যে মিলছে দুর্দান্ত ফিচার
  • এই মাসেই ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন

শাওমি ভারতে নতুন বাজেটের স্মার্টফোন বাজারে আনতে চলেছে। এটি ২৭ অগাষ্ট ই-কমার্স সাইট অ্যামাজনের লঞ্চ হবে। অ্যামাজনের একটি মাইক্রোসাইট ফোনটি চালু হওয়ার আগে রেডমি নাইন এর কয়েকটি বৈশিষ্ট্য এবং বিশদ প্রকাশ করেছে। যদিও রেডমি নাইন ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে চালু হয়েছে, তবে ভারতীয় রূপটি রেডমি নাইন এ বা রেডমি নাইন সি এর একটি নতুন সংস্করণ হতে পারে। শাওমি এই মাসের গোড়ার দিকে ভারতে রেডমি নাইন প্রাইম চালু করেছিল, যার দাম ৯৯৯৯ টাকা 

রেডমি নাইন স্পেসিফিকেশন

Latest Videos

রেডমি নাইন এর স্পেসিফিকেশন হিসাবে, অ্যামাজনের মাইক্রোসাইট থেকে কিছু সংকেত পাওয়া গেছে। গ্লোবাল ভার্সনের মতো, রেডমি নাইন এর যে ফোনটি ভারতে লঞ্চ হবে তাতে থাকবে ৬.৫৩-ইঞ্চ এর ডিসপ্লে সহ এইচডি + ৭২০ এক্স ১৬০০ পিক্সেল-স্ক্রিন রেজোলিউশন। এই ফোনটি একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি ৩৫ প্রসেসর, ২ জিবি এবং ৩ জিবি র‌্যাম বিকল্পগুলি এবং ৬৪ জিবি অব অনবোর্ড স্টোরেজ করতে পারে। অ্যামাজন মাইক্রোসাইটের মতে, এই স্মার্টফোনটি এমআইইউআই ১২ সহ অ্যান্ড্রয়েড ১০ এ চলবে।

রেডমি নাইন একটি এআই চালিত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ স্পোর্ট করবে। এতে এফ / ২.২ অ্যাপারচার সহ একটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং এফ / ২.৪ অ্যাপারচার সহ একটি ২-মেগাপিক্সেল সেন্সর থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফ্রন্টটিতে একটি ৫-মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।

এই স্মার্টফোনটিতে ১০ ওয়াট চার্জিং সমর্থন সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এটি মাইক্রো-ইউএসবি সংযোগকারী এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক সহ আসবে। এই ফোনের দাম সম্পর্কে এই মুহূর্তে কোনও তথ্য দেওয়া হয়নি। তবে রেডমি নাইন সিরিজের অন্যান্য স্মার্টফোনের মতোই রেডমি নাইন মিড-রেঞ্জের ক্যাটাগরিতে রাখা হবে বলে আশা করা যায়।

Share this article
click me!

Latest Videos

ছিঃ লজ্জা! CM মমতার অসন্মানজনক মন্তব্য! মমতার ভিডিও সামনে এনে শোরগোল ফেলে দিলেন Suvendu Adhikari
'উল্টো ধুয়ে সোজা করব' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
'মমতার জন্যই রোহিঙ্গারা বাংলা দিয়ে ঢুকে সারা ভারতে ছড়িয়ে পড়েছে' বিস্ফোরক দাবী Suvendu Adhikari-র
ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়! এবার পুলিশের জালে দিনহাটার এক শিক্ষক, দেখুন | Bengal Tab Scam
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News