সিকিমে প্রবল ধস, মৃত্যু বাঙালি পর্যটক ও গাড়ি চালকের

  • সিকিমে প্রবল ধসের কবলে পর্যটক
  • প্রাণ হারালেন এক বাঙালি পর্যটক
  • মৃত্যু হয়েছে গাড়ি চালকের
  • আহত অবস্থায় হাসপাতালে অনেকেই

Jayita Chandra | Published : Mar 10, 2020 3:08 PM IST / Updated: Mar 11 2020, 01:31 AM IST

সিকিমে ধসের জেরে দুর্ঘটনার কবলে এক যাত্রী বহুল গাড়ি। রংপো-তে ধসের ফলে উল্টে গেল পর্যটকদের গাড়ি। দুর্ঘটনার ফলে মৃত্যু হয় এক পর্যটকের। পাশাপাশি প্রাণ হারায় গাড়ির চালকও। মঙ্গলবার সকালে আচমকাই ধস নামে সিকিমে। তার কবলে পরেই মৃত্য হয় দুজনের।

আরও পড়ুনঃ ফের কলকাতায় করোনা আতঙ্ক, শরীরে চিনা ভাইরাস সন্দেহে হাসপাতালে মহিলা

ছুটির মরসুমে সিকিম পাড়ি দিয়েছিলেন অনেকেই। দশজনের এক গ্রুপ পাঁচ তারিখে সিকিমে বেড়াতে গিয়েছিলেন। জুলুক থেকে মঙ্গলবার সকালে পেলিং-এর পথে আসছিলেন তাঁরা। পথে রংপো-তে ধসের কবলে পড়তে হয় তাঁদের। মহূর্তে গাড়িতে এসে পড়ে পাথর। দুর্ঘটনার জেরে মৃত্যু ঘটে দুজনের। এক বাঙালি পর্যটকের প্রাণ যায়। 

আরও পড়ুনঃ রবীন্দ্রসঙ্গীতে অশ্লীল শব্দ ব্যবহার, রোদ্দুর রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

রংপো-র লিংটনের কাছে এই দুর্ঘটনা ঘটে। রোংপোর এক স্থানীয় হাসপাতালে বাকিদের চিকিৎসা চলছে। আরও এক পর্যটক সহ এক শিশু আহত হয়। গাড়ির বাঁ দিকে ছিলেন যাঁরা তাঁরা খানিকটা কম আহত হয়েছে। সিকিমে মাঝে মধ্যেই ধস নামে। গত কয়েকদিনে বৃষ্টিও হয়েছিল এই এলাকাতে। বাড়িতে দুর্ঘটনার খবর পৌঁছয় এদিন দুপুরে। সকলে সুস্থভাবে ফিরুক এখন এটাই কামনা তাঁদের। 

Share this article
click me!