আবার রেকর্ড তৈরির পথে বাইডেন, ২৮ বছর পর ডেমোক্র্যাদের দিকে ঝুঁকে জর্জিয়া

  • আবার রেকর্ড তৈরির পথে বাইডেন
  • ১৯৯২ সালের পর জর্জিয়ায় এগিয়ে বাইডেন 
  • ট্রাম্পের মামলা খারিজ করল আদালত 
  • রাষ্ট্রপতির দৌড়ে আরও এগিয়ে বাইডেন 
     

জো বাইডেন আর ডোনাল্ডার ট্রাম্পের দ্বৈরথ সব হিসেব ওলট পালট করে দিচ্ছে। একের পর এক রেকর্ড তৈরি করে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। অন্যদিকে একের পর এক পর এক আসন হাতছাড়া হওয়ায় মেজাজ হারাচ্ছেন রিপাব্লিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস দখলের ম্যাজিক ফিগার ২৭০ এর অনেকটাই কাছে পৌঁছে গেছেন জো বাইডেন। কিন্তু ভোট গণনার তিন দিন পরেও অস্পষ্ট রয়েছে ছবি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল যুদ্ধক্ষেত্র জর্জিয়ায় ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন বাইডেন। 

ওবামাকে ছাপিয়ে গেলেন বাইডেন, কিন্তু ডেমোক্র্যাটদের হোয়াইট হাউস দখল এখনও অনিশ্চিত

Latest Videos

'চিল ডোনাল্ড চিল', রাষ্ট্রপতি নির্বাচনের আবহে নেট দুনিয়ায় ভাইরাল গ্রেটার 'গ্রেট' বার্তা .
জর্জিয়ায় এমনই একটি রাজ্য যেখানে বরাবরই রিপাব্লিকানদের প্রাধান্য বেশি। ১৯৯২ সাল থেকে এখানে একটানা আধিপত্য বজায় রেখেছে রিপাব্লিকানরা। কিন্তু ২০২০-এর নির্বাচন উল্টে যাচ্ছে এই ছবি। শুক্রবার সকালে পাওয়া খবর অনুযায়ী এই রাজ্যে ৯১৭ ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। মার্কিন রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন বর্তমান যা পরিস্থিতি তাতে হোয়াইট হাউস দখলের পথ প্রসস্থ করবে পেনসিলভেনিয়া (২০), জর্জিয়া (১৫), নর্থ ক্যারোলিনা (১৫) আর নেভাদা (৬)। এই রাজ্যগুলি যাঁর হাতে থাকবে তিনি হবেন মার্কিন রাষ্ট্রপতি। 

অন্যদিনে মিশিগানে হারের পর থেকেই মেজাজ হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।  গণনায় কারচুপির অভিযোগ তুলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু দুটি আদালতেই তমামলা খারিজ করে দিয়েছেন। ভোট গণনার তৃতীয় দিনে বাইনের পক্ষে সমর্থন রয়েছে ২৫৩ এর। দ্বিতীয় দিন থেকেই ডোনাল্ড ট্রাম্প আটকে রয়েছেন ২১৪র গণ্ডীতে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাইডেনের পক্ষে হোয়াইট হাউসের দরজা অনেকটাই প্রসস্থ হচ্ছে বলা যেতে পারে। 


 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News