জল লাগলেও ভেজে না চুল, যায় না আচড়ানোও - বিরল রোগে আক্রান্ত মার্কিন শিশু

বিরল রোগ আনকম্বেবল হেয়ার সিনড্রোম' (Uncombable Hair Syndrome) বা ইউএইচএস-এ (UHS) আক্রান্ত এক মার্কিন শিশু। মনে করা হয় অ্য়ালবার্ট আইনস্টাইনের (Albert Einstein) এই রোগ ছিল। 

এখন তার বয়স দুই বছর দুই মাস। বয়স যখন ছিল প্রায় পাঁচ মাস, সেই সময়ই প্রথম চুল গজাতে শুরু করেছিল মার্কিন শিশু লকলান স্যাম্পলস-এর। আর তারপরই অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন তার মা-বাবা। কারণ, তাঁর চুল নরম হলেও ছিল একেবারে খাড়া খাড়া। পেতে আঁচড়ানোর কোনও উপায় ছিল না। এমনকী জলেও বিশেষ ভেজে না সেই চুল। কীকরে এমনটা হল? 

গভীর উদ্বেগে স্যাম্পলস পরিবার গুগলে এই বিষয়ে অনুসন্ধান শুরু করেছিল। অনেক খোঁজার পর তারা জানতে পেরেছিল, এটি আসলে একটি জিনগত রোগ -  'আনকম্বেবল হেয়ার সিনড্রোম' (Uncombable Hair Syndrome) বা ইউএইচএস (UHS)। অর্থাৎ, তাঁদের ছেলের চুল জল-প্রতিরোধী (Water resistant) এবং সেই চুল আচড়ানো যায় না। কতটা বিরল এই রোগ? বিশ্বব্যাপী সম্ভবত মাত্র ১০০ জনের এই রোগ হতে পারে। অনেকে মনে করেন, বিশ্বখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনেরও (Albert Einstein) এই রোগ ছিল, আর সেই কারণেই তাঁর চুল ওইরকম অবিন্যস্ত থাকত। 

Latest Videos

এই রোগ সম্পর্কে কিছুই জানা না থাকায়, প্রথমে স্যাম্পলস দম্পতি যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন। এই রোগ এতটাই বিরল যে, যে শিশুরোগ বিশেষজ্ঞ লকলানের চিকিৎসা করেন, তিনি স্যাম্পলসদের আটলান্টা প্রদেশের (Atlanta) জর্জিয়ার (Gerogia) এমোরিতে এক শিশু চর্মরোগ বিশেষজ্ঞের কাছে পাঠিয়েছিলেন। তিনি লকলানের চুলের নমুনা নিয়েছিলেন। কয়েক সপ্তাহ পরে স্যাম্পলসদের ডেকে নিশ্চিত করেছিলেন, লকলান আনকম্বেবল হেয়ার সিনড্রোমে ভুগছে। ওই চিকিৎসক আরও জানান, গত ১৯ বছরের ডাক্তারি জীবনে শুধুমাত্র আর একজন এইরকম রোগী পেয়েছিলেন তিনি। 

তবে, ইউএইচএস নিয়ে যতদিন গিয়েছে ভয়-উদ্বেগ কমেছে স্যাম্পলস দম্পতির। ফেসবুকে, যেসব সন্তানদের এই রোগ রয়েছে, তাঁদের বাবা-মায়েদের একটি গ্রুপ রয়েছে। সেই গ্রুপের মাধ্যমে বিশ্বের এই ধরণের বাবা-মায়েদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন স্যাম্পলসরা। সেখা্ন থেকে এই বিরল রোগের সম্পর্কে অনেককিছু জেনেছেন তাঁরা। আর তাতেই ভয় কমে গিয়েছে। বরং, লকলান কতটা অনন্য এখন, সেই ভেবে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানান তাঁরা। কারণ, পাগলাটে চুলের স্টাইল ছাড়া, এই রোগের আর কোনও ক্ষতিকর দিক নেই। তবে, লকলান গুরুতর একজিমাতেও (Eczema) আক্রান্ত। এই রোগটি ইউএইচএস-এর সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে মনে তরেন চিকিৎসকরা।

তবে, বিরল ধরণের চুলের স্টাইলের জন্য ১৪ মাসের লকলান ইতিমধ্যেই সেলিব্রিটির তকমা পেতে শুরু করে দিয়েছে। সে যেখানেই যায়, লোক তাকে দেখতে আসে। তার বাবা-মাকে তাঁদের সন্তানের চুল সম্পর্কে জিজ্ঞাসা করে। কেউ কেউ আবার সেই চুল স্পর্শ করতেও চান। স্থানীয়রা অনেকেই লকলানের সঙ্গে সেলফিও তোলেন। এদিকে, ছেলের এমনধারা চুলের জন্য মায়ের কাজটাও অনেক সহজ হয়ে গিয়েছে। সপ্তাহে একবার তার চুল ধুয়ে দিলেই চলে। অল্প জল এবং মৃদু শ্যাম্পু দিয়ে সেই জল-প্রতিরোধী চুল ধুতে মাত্র কয়েক মিনিট সময় লাগে।
 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন