হাসপাতাল থেকে সবেমাত্র বেরিয়েছে অ্যাম্বুল্যান্স। তাতে ভর্তি করোনায় মৃত রোগীদের দেহ। দু-গজ এগোতে না এগোতেই অ্যাম্বুল্যান্সের দরজা ভেঙে রাস্তায় গিয়ে পড়ল একটি দেহ। এক্কেবারে হুলস্থুল অবস্থা। সেই সঙ্গে আতঙ্ক। কী ভাবে এমন একটি ঘটনা ঘটতে পারে। ছুটে আসে মানুষজন। অনেকই মোবাইলের ক্যামেরায় ভিডিও করতে থাকেন। শুক্রবার মধ্যপ্রদেশের বিদিশার এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। বিদিশা মেডিক্যাল কলেজের একটি অংশকে কোভিড হাসপাতালে পরিণত করা হয়েছে। সেখান থেকেই মৃতদেহ নিয়ে শ্মশানে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। সে সময় এই ঘটনা। বিদিশা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাম্বুল্যান্সটি পুরনো এবং খুবই খারাপ অবস্থা। একটি স্বেচ্ছাসেবী সংস্থা করোনা মৃতদেহ বহন করার জন্য এটি দান করেছে। সেই অ্যাম্বুল্যান্সেই এই ঘটনা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভিড় হঠিয়ে রাস্তা ফাঁকা করে অ্যাম্বুল্যান্সকে গন্তব্যে পাঠিয়ে দেয়। বিদিশা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনায় মৃতদের দেহ সংরক্ষণের জন্য তাঁদের কাছে জায়গা খুবই কম। তাই রোজই শ্মশানে মৃতদেহ পাঠাতে হচ্ছে।