করোনার জেরে ভারতে এখন শুধুই হাহাকার। প্রশাসন থেকে সাধারণ মানুষ সকলের কপালেই এখন চিন্তার ভাঁজ। তারকা থেকে শুরু করে অসংখ্য এনজিও দিন-রাত এক করে সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে বরাবরই গরীবের মসিহা তিনি। মহামারীর কঠিন সময়ে ফের সাহায্যের হাত বাড়ালেন সোনু সুদ। সম্প্রতি তিনি তাঁর মোবাইলের স্ক্রিনের ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায় সাহায্য চেয়ে অসংখ্য মানুষের আর্তি। কাউকেই ফেরাবেন না, জানিয়েছেন সোনু। যত দ্রুত সম্ভব, সবার পাশে পৌঁছানোর চেষ্টা তাঁর জারি রয়েছে।