'আগে রাম নাম নিলে লাঠি জুটত' রাম মন্দিরের ২ বছর পূর্ণ অনুষ্ঠানে বিস্ফোরক যোগী আদিত্যনাথ

Ayodhya Ram Mandir : ‘আগে রাম নাম বললে লাঠি দিয়ে পেটানো হতো’, অযোধ্যায় দাঁড়িয়ে আগের সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন যোগী আদিত্যনাথ। প্রতিষ্ঠা দ্বাদশী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, এখনকার অযোধ্যা নির্ভীক। যোগী আদিত্যনাথের ভাষণের মূল অংশ দেখুন

Share this Video

Ayodhya Ram Mandir : অযোধ্যায় আজ এক উৎসবের মেজাজ। শ্রী রাম লালার প্রাণ প্রতিষ্ঠার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছিল প্রতিষ্ঠা দ্বাদশী অনুষ্ঠান। এই বিশেষ দিনে রামনগরীতে উপস্থিত হয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগের সরকারগুলোর তীব্র সমালোচনা করেন।

অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন যে একসময় অযোধ্যায় রক্ত ঝরানো হয়েছিল। তিনি সরাসরি অভিযোগ করেন যে আগের শাসনামলে রাম ভক্তদের ওপর লাঠি চালানো হতো। কিন্তু এখন দিন বদলেছে। যোগীর কথায়, এখন মানুষ আর জয় শ্রী রাম বলতে ভয় পায় না।

মুখ্যমন্ত্রী আরও মনে করিয়ে দেন যে আগে পরিস্থিতি এমন ছিল যে শ্রী রামের নাম নিলেই পুলিশের লাঠি জুটত। এখনকার শান্ত ও ভক্তিপূর্ণ অযোধ্যা সেই অন্ধকার দিনগুলো পেরিয়ে এসেছে বলে তিনি দাবি করেন। রাম মন্দিরের এই বিশেষ দিনে যোগী আদিত্যনাথের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Related Video