পুজোর আড্ডায় মুখোমুখি অভিনেত্রী সোহিনী মুখোপাধ্যায়| 'পুজোতে কটা দিন জমিয়ে খাওয়া হয় ', 'পুজোর সময় ডায়েট নিয়ে ভাবা হয় না' 'ম্যাডক্স না গেলে পুজো পুজো মনে হয় না'- সোহিনী
পুজোর আড্ডায় মুখোমুখি অভিনেত্রী সোহিনী মুখোপাধ্যায় | 'পুজোতে কটা দিন জমিয়ে খাওয়া হয় ' | 'পুজোর সময় ডায়েট নিয়ে ভাবা হয় না' | 'নিজের মত করে ঘুমাতে পারব ছুটি থাকার জন্য' | 'ঠাকুর দেখার প্ল্যান মধ্যরাতের পর' | 'প্রতিবছরের মত এ বছরেও ম্যাডক্স যাব' | 'ম্যাডক্স না গেলে পুজো পুজো মনে হয় না'- সোহিনী