মঙ্গলবার সকাল থেকেই ভিড়ে ভিড়ে ছয়লাপ হয়ে গিয়েছিল বাগবাজার সর্বজনীন-এর পূজো মণ্ডপ। বাংলা পুজোরা বারোয়ারির ইতিহাসে বাগবাজারের রয়েছে সুমহান ঐতিহ্য। ঐতিহাসিকরা দাবি করেন এই পুজো মণ্ডপ থেকেই বাংলায় বারোয়ারি পুজোর চল।
মঙ্গলবার সকাল থেকেই ভিড়ে ভিড়ে ছয়লাপ হয়ে গিয়েছিল বাগবাজার সর্বজনীন-এর পূজো মণ্ডপ। বাংলা পুজোরা বারোয়ারির ইতিহাসে বাগবাজারের রয়েছে সুমহান ঐতিহ্য। ঐতিহাসিকরা দাবি করেন এই পুজো মণ্ডপ থেকেই বাংলায় বারোয়ারি পুজোর চল। ফি বছরের মতো প্রথা মেনেই এই দিন সকালে বাগবাজার সর্বজনিন-এর পুজো মণ্ডপে মা-কে বরণের পালা শুরু হয়। স্ত্রীরা নিয়ম মেনে মা-দুর্গার প্রতিমায় সিঁদুর ছুঁয়ে মঙ্গলকামনায় ব্রত হন। এরপর মণ্ডপের বাইরে একে অপরকে সিঁদুরের রঙে রাঙিয়ে দেন গৃহবধূরা। বাগবাজার সর্বজনিন-এ বিজয়া দশমী বরাবরই এক অন্য মাত্রা পেয়ে থাকে। বহু মানুষ দূর-দূরান্ত থেকেই এই দিনে বাগবাজারের সিঁদুর খেলা দেখার জন্য ছুটে আসে।