উত্তর কলকাতার ঐতিহ্য ফিরল পল্লীর যুবকবৃন্দ ক্লাবের হাত ধরে, মশাল জ্বালিয়ে হল দেবীর আগমণ, শঙ্খ, উলুধ্বনি দিয়ে দেবীকে বরণ করে নেন ক্লাবের মহিলারা, সঙ্গে ছিল ধুনুচি নাচ
উত্তর কলকাতার ঐতিহ্য ফিরল পল্লীর যুবকবৃন্দ ক্লাবের হাত ধরে, মশাল জ্বালিয়ে হল দেবীর আগমণ, শঙ্খ, উলুধ্বনি দিয়ে দেবীকে বরণ করে নেন ক্লাবের মহিলারা, সঙ্গে ছিল ধুনুচি নাচ | এবছর পল্লীর যুবকবৃন্দ ক্লাবের হীরক জয়ন্ত বর্ষ। মাতৃপক্ষ পড়লে তবেই ঠাকুর আনেন পল্লীর যুবকবৃন্দ। রাতের অন্ধকারে মশালের আলোর ছটায় আলোকিত হল মায়ের অপরূপ রূপ।