অতিরিক্ত দর্শকের চাপ আর তারই মধ্যে প্রবল বৃষ্টি, যে কোন প্রকার দুর্ঘটনা এড়াতেই কল্যাণী আইটিআই মোড় টুইন টাওয়ারের লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ করে দেওয়া হল
লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ করা হল কল্যাণী আইটিআই মোড় দুর্গোৎসবের | দর্শনার্থীদের অতিরিক্ত চাপ ও যে কোন প্রকার দুর্ঘটনা এড়াতেই এমন সিদ্ধান্ত | পুজো উদ্যোক্তা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত | কাতারে-কাতারে লোক ভিড় করতে থাকে পুজোটি একবার চাক্ষুস করার জন্য | প্রসঙ্গত মহাষষ্ঠীর সন্ধ্যেয় প্রবল বৃষ্টির জেরে মণ্ডপটিতে শর্ট সার্কিটও হয় |