প্রতি বছরই সারা দেশের মানুষ অপেক্ষা করে থাকে পুজোর এই কটা দিনের। এবছরও নিয়ম মেনেই সব জায়গায় হল পুজো। তবে বাধা হয়ে দাঁড়িছিল করোনা। আর সেই কারণেই এবার দর্শক শূণ্য রাখা হয়েছিল এবার পুজো মন্ডপ। সেই একই ছবি দেখা গিয়েছে এবার বেলুড় মঠেও। সেখানেও এবার দর্শনার্থীদের প্রবেশ আধিকার ছিলনা। অন্যান্য বছর যেখাবে পুজোর কটাদিন বেলুড় মঠ প্রাঙ্গন দর্শনার্থীদের সমাগমে ভোরে ওঠে। এবছর সেখানে খাঁ খাঁ করছিল বেলুড় মঠ। তবে এবছরও সব নিয়য়ম মেনেই সেখানে পুজো হয়েছে। বেলুড় মঠের মহারাজরাই কেবল সেখানকার পুজোয় ছিলেন এবার। অন্যান্য বছরের মত এবছরও সেখানে দশমীর দিন আচার মেনেই মায়ের ভাসান হল। নিয়ম মেনে মঠের সন্ন্যাসীরাই করলেন মায়ের বরণ।