প্রবাসে চলছে শারদ উৎসব। মেয়ে পুরোহিতের হাতে মায়ের আরাধনা। সুইডেনের মাটিতে 'আত্মজা' রূপে আত্মপ্রকাশ মা দুর্গার। সুইডেনের হেলসিংবার্গে মহাসপ্তমীর আরাধনায় মেতেছেন মহিলারা। ষষ্ঠ বর্ষে পুজোয় আয়োজন করেছে বেঙ্গলি কালচারাল সোসাইটি অফ সাউথ সুইডেন। মেয়ের হাতে মায়ের আরাধনাকে সামনে রেখে এবছর 'আত্মজা' রূপে আত্মপ্রকাশ করেছে মা দুর্গা। পৌরহিত্য থেকে ভোগ, দায়িত্বে মহিলারাই।
প্রবাসে চলছে শারদ উৎসব। মেয়ে পুরোহিতের হাতে মায়ের আরাধনা। সুইডেনের মাটিতে 'আত্মজা' রূপে আত্মপ্রকাশ মা দুর্গার। সুইডেনের হেলসিংবার্গে মহাসপ্তমীর আরাধনায় মেতেছেন মহিলারা। ষষ্ঠ বর্ষে পুজোয় আয়োজন করেছে বেঙ্গলি কালচারাল সোসাইটি অফ সাউথ সুইডেন। মেয়ের হাতে মায়ের আরাধনাকে সামনে রেখে এবছর 'আত্মজা' রূপে আত্মপ্রকাশ করেছে মা দুর্গা। পৌরহিত্য থেকে ভোগ, দায়িত্বে মহিলারাই।