কলকাতার পুজোয় সৌরভ গঙ্গোপাধ্যায় অন্যতম এক ভিআইপি। কারণ, পুজোর দিনগুলিতে সৌরভ কী করছেন সেদিকেই নজর থাকে সকলের। ষষ্ঠীর দিনই সৌরভকে পুজো মণ্ডপে দেখা গিয়েছিল। মহাঅষ্টমীর সকালেও বেহালা প্লেয়ার্স কর্নারের পুজোয় দেখা মিলল দাদা-র। রীতিমতো স্নান করে পাজামা-পাঞ্জাবি পরে, মুখে মাস্ক সেঁটে মণ্ডপে ঢোকেন সৌরভ। তখন সবে সন্ধিপুজো শুরু হয়েছে। পরে জানা গিয়েছে যে সন্ধিপুজোর পর অঞ্জলিও দিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা-কে বিদায় জানানোর পর পুজোতে সাধারণত কলকাতাতেই থাকেন সৌরভ। অন্য আর দশ-পাঁচটা বাঙালির মতোই তিনিও পুজোর আনন্দকে দুরন্তভাবে উপভোগ করেন। আইপিএল-এর জন্য সৌদি আরবে কাটিয়েছেন মাসখানেকেরও বেশি সময়। কিন্তু, পুজোর সময় তাঁর কলকাতায় থাকাটাকে মিস করতে চাননি। ফি বছর-ই পুজো-কে ঘিরে সৌরভ-কে নানা ধরনের আনন্দোৎসব উদযাপনেও অংশ নিতে দেখা যায়। এরমধ্যে অন্যতম ঢাক বাজানো, ধনুচি নাচ। পাড়ার পুজোর মণ্ডপে সৌরভের এমন সব পারফরম্যান্স মিডিয়ার কাছেও খুব আকর্ষণের। তাই বলতে গেলে কলকাতার পুজোর সঙ্গে সৌরভের নামটাও এখন সমার্থক হয়ে গিয়েছে।