দেখতে দেখতে অষ্টম দিনে পা রাখল দুর্গাপুজো। আর এই মহাঅষ্টমীতে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আচার হল কুমারি পুজো। জয়রামবাটি, যা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান, সেখানে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হয় কুমারিপুজো। তবে, এবারের কুমারিপুজোয় বহিরাগত-দের প্রবেশ ছিল নিষিদ্ধ। দেবী দুর্গার কুমারি রূপে এদিন জয়রামবাটিতে পূজিত হল ছোট্ট দীপান্বিতা। ৫ বছর ৩ মাস বয়স দীপান্বিতার। চতুর্থীর দিন সপরিবারে ছোট্ট দীপান্বিতাকে জয়রামবাটি-তে আনা হয়েছিল। এরপর তার কোভিড ১৯ পরীক্ষা করানো হয়। এমনকী তার পরিবারেরও কোভিড ১৯ পরীক্ষা করানো হয়। মহা অষ্টমীর সকালে দীপিন্বিতা দেবী রূপে সজ্জিত করে নিয়ে আসা হয় জয়রামবাটির নাটমন্দিরে। সেখানে বিশুদ্ধ শাস্ত্রমতে তাকে পূজা করা হয়।