ভোট এখন দরজায় কড়া নাড়ছে। জেলায় জেলায় জোর কদমে চলছে এখন ভোটের প্রচার। ভোট অনুষ্ঠানে এবার চমক মিষ্টিতে। মিষ্টিমুখেও এবার ভোটের মহারণ। মিষ্টিপাতে স্থান পেল খেলা হবে থেকে টুম্পা সোনা। স্থান পেয়েছে সোনার বাংলা-র স্লোগানও। রায়গঞ্জের উকিল পাড়ার এক মিষ্টান্ন ভাণ্ডারের কীর্তি। মিষ্টি-র পাতেও নিয়ে এসেছেন নির্বাচনের উত্তাপ। মিষ্টি বিক্রেতার মতে গণতন্ত্রের সেরা উৎসব। তাই সেলিব্রেশনে মাততে এমন মিষ্টির সমাহার। মিষ্টি বাহারে নির্বাচনি স্লোগান। রায়গঞ্জের মিষ্টি বিক্রেতা কাড়ছেন নজর।