শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর কি বাঙালি! দাদাগিরি-তে সৌরভকে কি জবাব দিলেন বলিউডের নয়া সেনসেশন

জি-বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দাদাগিরি' নিয়ে দর্শকদের উত্তেজনা সর্বদাই তুঙ্গে। শনি ও রবিবার এলেই ঠিক সময়ে টিভির পর্দায় চোখ থাকে না এমন দর্শকের সংখ্যা প্রায় হাতে গোনা। তার উপর ' দাদাগিরি'  মানেই রয়েছে একের পর এক চমক। 'দাদাগিরি' এমন একটা গেম শো, যেখানে গিয়ে শুধু খেলাই নয়, বরং গোপন কেচ্ছাও ফাঁস হয় সেলিব্রিটিদের। মাঝেমধ্যেই অতিথিদের নিয়ে স্পেশ্যাল এপিসোড  হয়ে থাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের  'দাদাগিরি '-তে । 
 

জি-বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দাদাগিরি' নিয়ে দর্শকদের উত্তেজনা সর্বদাই তুঙ্গে। শনি ও রবিবার এলেই ঠিক সময়ে টিভির পর্দায় চোখ থাকে না এমন দর্শকের সংখ্যা প্রায় হাতে গোনা। তার উপর ' দাদাগিরি' মানেই রয়েছে একের পর এক চমক। 'দাদাগিরি' এমন একটা গেম শো, যেখানে গিয়ে শুধু খেলাই নয়, বরং গোপন কেচ্ছাও ফাঁস হয় সেলিব্রিটিদের। মাঝেমধ্যেই অতিথিদের নিয়ে স্পেশ্যাল এপিসোড হয়ে থাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের 'দাদাগিরি '-তে । সম্প্রতি জি-বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দাদাগিরি '-তে বিশেষ অতিথি হিসেবে হাজির হতে চলেছেন শ্রীদেবী কন্যা তথা বলি অভিনেত্রী জাহ্নবী কাপুর। এছাড়াও এদিনের এপিসোডে উপস্থিত থাকবেন বং গাই কিরণ দত্ত, ঝিলম গুপ্তা, সৌম্যজিৎ ঘোষ এবং মালা ঘোষ। 'দাদাগিরি'র শেষের সময় যত এগিয়ে আসছে ততই যেন চমক বাড়ছে। আগামী ১৫ মে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরি'র মঞ্চে অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি জি বাংলার পক্ষ থেকে আগামী এপিসোডের নতুন প্রোমো শেয়ার করা হয়েছে , যা নিয়েই এখন উত্তেজনা তুঙ্গে। সেখানেই দেখা গেছে আর মাত্র ৪ দিন পরই 'দাদাগিরি '-তে হাজির হতে চলেছেন শ্রীদেবী কন্যা তথা বলি অভিনেত্রী জাহ্নবী কাপুর। জি বাংলার পক্ষ থেকে আগামী এপিসোডের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে সবুজ রঙের শাড়ি পরেই এদিন দাদার মঞ্চ কাঁপাতে আসবেন জাহ্নবী। নিজের ডেবিউ ছবির ঝিংগাত গানের তালে মহারাজের সঙ্গে পা মেলাতেও দেখা যাবে জাহ্নবী কাপুরকে। এখানেই শেষ নয়, একের পর এক মজার টুইস্ট অপেক্ষা করছে দর্শকদের জন্য। যেখানে দেখা যাচ্ছে সৌরভ জাহ্নবীকে প্রশ্ন করেছেন শ্রীদেবী কন্যা কী একটুও বাংলা বলতে পারেন? দাদার প্রশ্নের উত্তরে জাহ্নবী বলেন, আমি শুধুমাত্র একটা লাইন বলতে পারি। তাড়াতাড়ি করো। জাহ্নবীর মুখ থেকে এই বাংলা শুনেই সৌরভ খিলখিলিয়ে হেঁসে ওঠেন এবং বলেন, এই লাইনটাই সবাই বলতে পারে।

03:57Assam : অসমে অ্যাকশন শুরু, জালে বড় পাণ্ডা! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ12:45কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী09:42'কুয়েত যেন মিনি হিন্দুস্তান' কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?05:30হিন্দু ধর্ম রক্ষার্থে বড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের, দেখুন কী বললেন তিনি04:55CM Yogi : 'সম্ভলের ঘটনায় একজনকেও ছাড়ব না' বিরোধীদের ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ03:10Abhishek Banerjee: 'এক দেশ এক নির্বাচন কথাটাই হাস্যকর' লোকসভায় এ কী বললেন অভিষেক?06:10কেন সংবিধান সংশোধন করেছিলেন? নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী05:46'জওহরলাল নেহেরুর জন্যই এত গণ্ডগোল' ভরা লোকসভায় এ কী বললেন প্রধানমন্ত্রী?04:53Abhijit Ganguly : 'বাইসেপ দেখিয়ে ভয় দেখানো যাবে না' মোদীর সামনেই হুঙ্কার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের04:05পুষ্পা 2 দেখতে এসে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, গ্রেফতার আল্লু অর্জুন
Read more