৭১ তম প্রজাতন্ত্র দিবসে এল খুশির খবর। বাল পুরস্কারে সম্মানিত সৌহার্দ্য দে। মেদিনীপুরে বাড়ি বছর ১৭-র সৌহার্দ্য-র। প্রথম লেখা প্রকাশিত হয় মাত্র ১৩ বছর বয়সে। দ্য সানডে গার্ডিয়ানে প্রকাশিত হয়েছিল লেখা। এর পরে একাধিক পত্র-পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়। ইতিহাসধর্মী লেখালেখির জন্য সম্মানিত সৌহার্দ্য। বাবা ইতিহাসের অধ্যাপক, মা ইতিহাসের শিক্ষিকা। ২২ জানুয়ারি প্রথম পুরষ্কার প্রাপ্তির খবর যায় তার কাছে। আর্ট ও কালচারের জন্য তার এই পুরষ্কার প্রাপ্তি।