কাজের বাজারে ফের বাড়ছে চাহিদা, কেন্দ্রের ১০ লক্ষ কর্মসংস্থানে কতটা ফায়দা, কী বলছেন সঞ্জীব বিকচন্দানি

কাজের বাজারে ফের বাড়ছে চাহিদা, কেন্দ্রের ১০ লক্ষ কর্মসংস্থানে কতটা ফায়দা, কী বলছেন সঞ্জীব বিকচন্দানি

Published : Jun 28, 2022, 01:21 PM IST

এশিয়ানেট নিউজ সম্বাদ, মুখোমুখি সঞ্জীব বিকচন্দানি। একান্ত সাক্ষাৎকারে একাধিক বিষয়ে কথা বলেছেন সঞ্জীব। সঞ্জীবের ইনফোএজ-এর অধিনে রয়েছে একাধিক ই-কমার্স। যার মধ্যে উল্লেখযোগ্য নকরি ডট কম, শাদি ডট কম। দেশের কর্মসংস্থান ও মানবসম্পদ নিয়ে মতামত দিয়েছেন সঞ্জীব। সঞ্জীব বিকচন্দানির মতে কর্মসংস্থানের সুযোগ ফের বাড়ছে। কাজের বাজারে ফের একটা ঢেউ এসেছে, বেসরকারি ক্ষেত্রে সুযোগ বাড়ছে। এমনটাই মনে করছেন বলে জানিয়েছেন সঞ্জীব বিকচন্দানি। 

অনলাইনে কাজের বাজারের হালহকিকত দেয় তাঁর সংস্থা নকরি ডট কম। সম্প্রতি একটি সমীক্ষাও প্রকাশ করেছে নকরি। সেখানে দেখানো হয়েছে যে অতিমারির সঙ্কটের বেলা কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে কাজের বাজার। বিশেষ করে যুব সম্প্রদায়ের জন্য কাজের সুযোগ বাড়ছে। এই অবস্থায় কেন্দ্র সরকারও ১০ লক্ষ নতুন কর্মসংস্থানের কথা ঘোষণা করেছেই শুধু নয়, সেই সঙ্গে এই কর্মসংস্থানের স্টেটাস রিপোর্টও খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এশিয়ানেট নিউজ সম্বাদের বিশেষ সাক্ষাৎকারে সঞ্জীব বিকচন্দানির কাছে প্রশ্ন ছিল যে এই কর্মসংস্থানের চাহিদাটা ঠিক কোন জায়গায় রয়েছে? জবাবে সঞ্জীব বিকচন্দানি জানান, এর বেশিরভাগটাই এসেছে বেসরকারি সংস্থায়। কারণ কর্মস্থল শূন্যস্থান পূরণের বিজ্ঞাপন যেমন তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে , তেমনি কর্মসংস্থানের জন্য আবেদনের সংখ্যাও নকরি ডট কমের মধ্যে দিয়ে বাড়ছে। সরকার যে ১০ লক্ষ কর্মসংস্থানের কথা ঘোষণা করেছে তাকে স্বাগত জানিয়েছেন তিনি। তবে, সরকার কীভাবে এই নিয়োগ করবে তা এখনও পরিস্কার নয় বলেই তাঁর মত। সেই সঙ্গে রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, এতে বর্তমান ব্যাঙ্ক কর্মীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ, যে সংস্থাই ব্যাঙ্ক পরিচালনার ভার নিক না কেন তাঁদেরও কর্মী লাগবে।  

22:35Kalyan Banerjee : 'SIR সংবিধান বিরোধী!' সংসদে বিরাট হুঙ্কার সাংসদ কল্যাণের, ঠিক কী বললেন?
07:41Iqra Choudhary : 'তোষণের নামে মুসলিমদের টার্গেট করা হচ্ছে' সংসদে ইকরা চৌধুরীর হুঙ্কার!
11:37সংসদে ওয়াইসি ধামাকা! কী এমন বললেন ওয়াইসি?, করতালিতে ফেটে পড়ল সংসদ
10:21Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!
04:53বাংলায় বাবরি মসজিদ? ফুঁসছেন সাধ্বী ঋতম্বরা, বাগেশ্বর বাবা, দেবকিনন্দন ঠাকুর ও মৌলনা ইয়াসুব
05:46'ভারত বাবরের দেশ নয়', হুঙ্কার রামদেবের, পাল্টা তোপ তৃণমূলের শত্রুঘ্নর
07:19Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!
11:06'ড্রামা করার জন্য অনেক জায়গা আছে' সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধীদের কড়া বার্তা মোদীর
04:36'আমাকে আঘাত করলে, সারা ভারত হিলিয়ে দেব' মমতার হুঁশিয়ারির পাল্টা জবাব বিজেপির!
04:0826/11 Mumbai : অভিশপ্ত মুম্বই হামলার ১৭ বছর পূর্ণ, কী বললেন উজ্জ্বল নিকম?