প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১৮৭৮ সালে (২৭ এপ্রিল) কলকাতা বিশ্ববিদ্যালয়ে নারীশিক্ষার ব্যবস্থা হয়। নারীদের এন্ট্রান্সে বসার সম্মতিও মেলে। ১৯৭২ সালে (২৭ এপ্রিল) অ্যাপোলো ১৬ পৃথিবীতে ফিরে আসে। নাসা থেকে এই মহাকাশযানটিকে পাঠানো হয়েছিল। ১৮৮১ আজকের দিনেই শরচ্চন্দ্র পণ্ডিত জন্মগ্রহণ করেন। একজন কৌতুক কবি ছিলেন তিনি। ২০১৭ সালের আজকের দিনেই বিনোদ খান্না -র মৃত্যু হয়। একজন ভারতীয় অভিনেতা ছিলেন তিনি। ১৮৯৭ সালের আজকের দিনেই প্রবোধচন্দ্র সেন জন্মগ্রহণ করেন। বাঙালি ঐতিহাসিক, রবীন্দ্রবিশেষজ্ঞ ছিলেন তিনি। ১৯৬০ সালে আজকের দিনেই রাজশেখর বসু প্রয়াত হন। একজন বাঙালি সাহিত্যিক ছিলেন তিনি।