India@75: জাতীয় পতাকা দেখলেই নিজে থেকে হাত স্যালুট করতে উঠে যায়, বলছেন কমনওয়েলথে সোনা জয়ী জেরেমি

India@75: জাতীয় পতাকা দেখলেই নিজে থেকে হাত স্যালুট করতে উঠে যায়, বলছেন কমনওয়েলথে সোনা জয়ী জেরেমি

Published : Aug 03, 2022, 08:32 PM ISTUpdated : Aug 12, 2022, 09:05 AM IST

জাতীয় পতাকা দেখলেই এমনি এমনি হাত স্যালুট করতে উঠে যায়। আসলে আমি সেনাবাহিনীর লোক। সেনাবাহিনীর লোকেদের সামনে জাতীয় পতাকা থাকলেই হাত নিজে স্যালুট করতে উঠে যায়। এশিয়ানেট নিউজ-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনই কথা বললেন কমনওয়েলথ গেমসে ৬৭ কিলোর ভরোত্তোলনে সোনা জেতে জেরেমি লালরিননুঙ্গা। 

এশিয়ানেট নিউজের মুখোমুখি হয়ে সকলের মন জয় করে নিলেন জেরেমি লালরিননুঙ্গা। কমনওয়েলথ গেমসে ৬৭ কিলো বিভাগে সোনা জয় করেছেন জেরেমি। এই মুহূর্তে দেশজুড়ে প্রবল জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। মিজোরমের ছেলে জেরেমি। বর্তমানে সেনাবাহিনীর স্পোর্টস ইনস্টিটিউটের অধীনে ট্রেনিং করেন তিনি। সেখান থেকেই কমনওয়েলথ গেমসে গিয়েছিলেন তিনি। জেরেমি-কে প্রশ্ন করা হয়েছিল যে পদক গ্রহণের সময় দেশের পতাকার সামনে তিনি স্যালুট করছিলেন, এটা কি তাঁকে বাড়তি অনুপ্রেরণা দেয়? উত্তরে জেরেমি জানিয়েছেন, জাতীয় পতাকা দেখলেই তাঁর হাত নিজে থেকেই উপরে উঠে যায় স্যালুট করতে। কারণ তিনি ভারতীয় সেনাবাহিনীকে প্রতিনিধিত্ব করেন। আর সেনাবাহিনীর লোকেদের জাতীয় পতাকার প্রতি সন্মান তাঁদেরকে স্যালুটের জন্য কোনও স্থান-কাল পাত্র নির্বাচন করতে বলে না। জাতীয় পতাকা দেখলেই হাত নিজে থেকেই উপরে উঠে যায়। সামনেই দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। এই মুহূর্তে দেশ জুড়ে হর ঘর তিরাঙ্গা প্রচরাভিযান চলছে। জেরেমি এমন এক কথা স্বাভাবিকভাবেই দেশবাসীর মন কেড়ে নিতে বাধ্য।

12:05'হিন্দু মেরে ইসলামিক দেশ হতে চাইছে বাংলাদেশ' হস্তক্ষেপ করবেন মোদী?
08:05Bangladesh India : 'ভারতকে চোখ রাঙালে বরবাদ হবে বাংলাদেশ' হুঁশিয়ারি ভারতীয় মুসলিম সমাজের
07:26Bangladesh Unrest : দিকে দিকে খুন আর অগ্নিসংযোগ, মৌলবাদীদের তাণ্ডবে তছনছ বাংলাদেশ
05:48India Bangladesh : ভারত বিদ্বেষ, বাংলাদেশের ভবিষ্যৎ কী? বিশেষজ্ঞের চাঞ্চল্যকর মন্তব্য!
20:23অনুপ্রবেশকারী ইস্যুতে ধুন্ধুমার! রাজ্যসভায় বিস্ফোরক শমীক, পাল্টা তোপ তৃণমূলের
04:15'বাবরি মসজিদ হলে পরিণাম ভালো হবে না' হুমায়ুনকে চরম হুঁশিয়ারি শঙ্করাচার্যের
06:08সংসদে 'SIR' নিয়ে বিরোধীদের কড়া জবাব, বিরোধীদের কার্যত ধুয়ে দিলেন সুধাংশু ত্রিবেদী
05:13Lok Sabha : সংসদে বসে ই-সিগারেট টানছিলেন TMC সাংসদ! ধরে ফেললেন অনুরাগ ঠাকুর, কী হল দেখুন!
07:43রাহুলের বাউন্সার, শাহের ছক্কা! 'SIR' ইস্যুতে সংসদে ধুন্ধুমার লড়াই! দেখুন ভিডিও
07:45'বন্দে মাতরম গাইব না আমরা' সাংসদের এই মন্তব্যের পর 'পাকিস্তানে চলে যাও' স্লোগান সংসদে!