প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অনেকেই। ১৭ সেপ্টেম্বর জন্মদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ওই দিন তিনি ৭০ বছর সম্পূর্ণ করলেন। আর সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নেতা-মন্ত্রী থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী সকলেই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আর সেই দলেই আছেন কঙ্গনা রানাউতও। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা জানিয়ে তিনি বলেছেন আপনার সঙ্গে আমার দেখা করার কখনও সুযোগ হয়নি কিন্তু আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তিনি আরও বলেছেন দেশবাসী ভাগ্যবান আপনার মত একজন প্রধানমন্ত্রী পেয়ে। শুধু তাই নয় তিনি এও বলেছেন এই দেশবাসী আপনাকে অনেক ভালোবাসে এবং সম্মান করে।