টোল প্লাজায় তার থেকে টোল চেয়েছিলেন এক কর্মচারী। আর তাতেই মেজাজ গরম হয়ে গিয়েছিল এক যুবকরে। সোজা গাড়ি থেকে বেরিয়ে হাতে পিস্তল নিয়ে শুরু করলেন গুন্ডামি। বাবাজীবর কীর্তি ধরা পড়ল টোল প্লাজার সিসিটিভি ক্যামেরায়। ঘটনাস্থল বিহারের বৈশালী।
টোল প্লাজায় তার থেকে টোল চেয়েছিলেন এক কর্মচারী। আর তাতেই মেজাজ গরম হয়ে গিয়েছিল এক যুবকরে। সোজা গাড়ি থেকে বেরিয়ে হাতে পিস্তল নিয়ে শুরু করলেন গুন্ডামি। বাবাজীবর কীর্তি ধরা পড়ল টোল প্লাজার সিসিটিভি ক্যামেরায়। ঘটনাস্থল বিহারের বৈশালী। এখানকার হাজিপুর থেকে মুজাফ্ফরপুর যাওয়ার জাতীয় সড়কে ঘটেছে এমন অবাক কাণ্ড। পিস্তলের ভয় দেখিয়ে টোল কর্মীকে টাকা দিতে অস্বীকার করে ওই যুবক। দীর্ঘসময় ধরে টোল প্লাজায় পিস্তল নিয়ে কর্মচারীদের ভয় দেখাতে থাকে সে। এর পর কোনও টাকা না দিয়ে সেখান থেকে চম্পট দেয় সে। এই বিষয়টি নিয়ে পুলিশের কাছে মামলা রুজু করা হয়েছে।