এসে গেছে আলোর উৎসব দীপাবলি। দেশের সব প্রান্তই এই সময় সেজে ওঠে আলোর মেলায়। প্রতিটি বাড়িতে এখন চলছে তারই প্রস্তুতি। এবারও দীপাবলি উপলক্ষ্যে বাজারে এসে পড়েছে নানা রকমের আলোর সম্ভার।
এসে গেছে আলোর উৎসব দীপাবলি। দেশের সব প্রান্তই এই সময় সেজে ওঠে আলোর মেলায়। প্রতিটি বাড়িতে এখন চলছে তারই প্রস্তুতি। এবারও দীপাবলি উপলক্ষ্যে বাজারে এসে পড়েছে নানা রকমের আলোর সম্ভার। মাটির প্রদীপ থেকে ইকো ফ্রেন্ডলি পেপার ল্যাম্প সব হাজির রয়েছে। মুম্বই থেকে কোয়াম্বাটুর সবখানেই চলছে জমিয়ে কেনাকাটা। কেবল আলো নয় বাজারে হাজির হরেক রকমের আতসবাজিও। রয়েছে রঙ-বেরঙের রঙ্গোলির সম্ভারও। পরিবেশের দিকে লক্ষ্য রেখে ইকো-ফ্রেন্ডলি সামগ্রী তৈরিতে জোর দেওয়া হচ্ছে।