হুবহু লালুপ্রসাদ যাদবের গলা, ফোন করে নানান প্রলোভন এনডিএ বিধায়কদের

  • বিধায়ক ভাঙনের চেষ্টা করছেন লালু প্রসাদ যাদব
  • এমনই অভিযোগ উঠে আসছে বারবার 
  • জেল থেকেই তিনি নাকি এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন
  • হাতে এসেছে এমনই এক অডিও ক্লিপ
  • শুনে নিন সেই কথপোকথন

বিধায়ক ভাঙনের চেষ্টা করছেন লালু প্রসাদ যাদব। এমনই অভিযোগ উঠে আসছে বারবার। জেল থেকেই তিনি নাকি এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হাতে এসেছে এমনই এক অডিও ক্লিপ। যেখানে রয়েছে দুই ব্যক্তির কথোপকথন। যার মধ্যে একজন ব্যক্তির গলা হুবহু লালু প্রসাদের মতন। তিনি শুভেচ্ছা বার্তা দিচ্ছেন এনডিএ বিধায়ক পবনকে। সদ্য সমাপ্ত বিহারের বিধানসভা ভোটে জয়ের জন্যই এই শুভেচ্ছাবার্তা। সেই সঙ্গেই তাঁকে নানা প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে। অন্যদিকে সুশীল কুমার মোদীও অভিযোগ জানিয়েছেন। তাঁর কাছেও নাকি এমনই ফোন এসেছে। সব মিলিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান জল্পনা। তবে এশিয়ানেট নিউজ বাংলা এই কথোপকথনের সত্যতা যাচাই করেনি।

04:15বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা09:16শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের03:57Assam : অসমে অ্যাকশন শুরু, জালে বড় পাণ্ডা! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ12:45কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী09:42'কুয়েত যেন মিনি হিন্দুস্তান' কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?05:30হিন্দু ধর্ম রক্ষার্থে বড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের, দেখুন কী বললেন তিনি04:55CM Yogi : 'সম্ভলের ঘটনায় একজনকেও ছাড়ব না' বিরোধীদের ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ03:10Abhishek Banerjee: 'এক দেশ এক নির্বাচন কথাটাই হাস্যকর' লোকসভায় এ কী বললেন অভিষেক?06:10কেন সংবিধান সংশোধন করেছিলেন? নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী05:46'জওহরলাল নেহেরুর জন্যই এত গণ্ডগোল' ভরা লোকসভায় এ কী বললেন প্রধানমন্ত্রী?