বিধায়ক ভাঙনের চেষ্টা করছেন লালু প্রসাদ যাদব। এমনই অভিযোগ উঠে আসছে বারবার। জেল থেকেই তিনি নাকি এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হাতে এসেছে এমনই এক অডিও ক্লিপ। যেখানে রয়েছে দুই ব্যক্তির কথোপকথন। যার মধ্যে একজন ব্যক্তির গলা হুবহু লালু প্রসাদের মতন। তিনি শুভেচ্ছা বার্তা দিচ্ছেন এনডিএ বিধায়ক পবনকে। সদ্য সমাপ্ত বিহারের বিধানসভা ভোটে জয়ের জন্যই এই শুভেচ্ছাবার্তা। সেই সঙ্গেই তাঁকে নানা প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে। অন্যদিকে সুশীল কুমার মোদীও অভিযোগ জানিয়েছেন। তাঁর কাছেও নাকি এমনই ফোন এসেছে। সব মিলিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান জল্পনা। তবে এশিয়ানেট নিউজ বাংলা এই কথোপকথনের সত্যতা যাচাই করেনি।