করোনা এখন সাধারণ মানুষের আতঙ্কের একটি কারণ হয়ে উঠেছে। এখানে তবে করোনাকে দেখা গেল অন্য এক রূপে। মা হয়েছেন করোনা। তবে এই করোনা, করোনা ভাইরাস নয়, ২৪ বছরের এক মহিলা। বছর ২৪ আগে থমাসের স্ত্রী জন্ম দিয়েছিলেন জমজ সন্তানের। থমাস তাঁর ছেলের নাম রাখেন কোরাল ও ছেলের নামের সঙ্গে মিলিয়ে মেয়ের নামকরণ করেন করোনা। পরে করোনার বিয়ে হয় জিনু বলে এক ব্যক্তির সঙ্গে। আর কেরলের বাসিন্দা এই করোনাই মা হলেন। তিনি জন্ম দিয়েছেন ফুট ফুটে এক কন্যা সন্তানের। সন্তান জন্মানোর কিছু দিন আগে তাঁর কোভিড রিপোর্টও পজেটিভ আসে। তবে তাঁর সন্তান একেবারেই সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসক। করোনার বাবা থমাস জানিয়েছে, এত দিন এই নাম নিয়ে কোনও সমস্যাই হয়নি তবে করোনা ভাইরাস আসার পর থেকে নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে তাঁর মেয়েকে। তাঁর নাম নিয়ে হাসি-ঠাট্টাও করছে বলে তিনি জানিয়েছেন। তবে তিনি আশা করেননি ২৪ বছর আগে দেওয়া নামটা হঠাৎ করেই এতটা বিখ্যাত হয়ে যাবে। এমনকি নামের জন্যই তাঁর মেয়ে উঠে আসবে সংবাদ মাধ্যেমের সামনেও।