রাখিবন্ধন উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীকে রাখি পরালেন পিএমওতে কর্মরতদের মেয়েরা
আজ রাখিবন্ধন উৎসব | দেশ জুড়ে পালন হচ্ছে রাখিবন্ধন উৎসব | প্রধানমন্ত্রী ও সামিল এই উৎসবে | প্রধানমন্ত্রী নিজ বাসভবনে ছোটদের থেকে পরলেন রাখি | এটি একটি বিশেষ রাখিবন্ধন উৎসব ছিল | পিএমওতে কর্মরত ঝাড়ুদার, পিয়ন, মালী, ড্রাইভার ইত্যাদির মেয়েদের সাথে রাখিবন্ধন উৎসব পালন প্রধানমন্ত্রীর | তারা সকলে প্রধানমন্ত্রীর হাতে রাখি পরায় |