গত বেশ কিছু দিন ধরে হাসপাতালে চলছিল লড়াই অবশেষে থামলো সেই লড়াই, চলেগেলন প্রক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দেশের ১৩ তম রাষ্ট্রপতি ছিলেন তিনি। শুধু প্রাক্তন রাষ্ট্রপতি নন তিনি ছিলেন প্রথম বাঙালি রাষ্ট্রপতিও। তাঁর বুদ্ধিকে অনেকেই হাতির বুদ্ধির সঙ্গে তুলনা করেন কারণ অত্যন্ত মেধাবী একজন ছিলেন তিনি। একজন মানুষ হিসেবেও তাঁর তুলনা হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কথায় তিনি ছিলেন তাঁর অভিভাবক তুল্য। বিশেষ শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদীও। টুইটারে শোক প্রকাশ করেছেন অনেকেই। মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। কোভিড বিধি মেনেই শেষ শ্রোদ্ধা জানানো হবে তাঁকে।