ফ্রান্স থেকে ভারতের রওনা দিল ৫ টি রাফাল যুদ্ধবিমান। প্রথম দফায় এই ৫ বিমান ভারতের বায়ুসেনার অন্তর্ভূক্ত হচ্ছে। নিঃসন্দেহে চিনের সঙ্গে লাদাখ নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে অত্যাধুনিক এই যুদ্ধবিমানের অন্তর্ভূক্তি ভারতের বিমান বাহিনীর শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে। আগামী ২৯ জুলাই অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলি ভারতে পৌঁছবে বলে জানিয়েছে ফ্রান্সে ভারতীয় দূতাবাস।
ফ্রান্স থেকে ভারতের রওনা দিল ৫ টি রাফাল যুদ্ধবিমান। প্রথম দফায় এই ৫ বিমান ভারতের বায়ুসেনার অন্তর্ভূক্ত হচ্ছে। নিঃসন্দেহে চিনের সঙ্গে লাদাখ নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে অত্যাধুনিক এই যুদ্ধবিমানের অন্তর্ভূক্তি ভারতের বিমান বাহিনীর শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে। আগামী ২৯ জুলাই অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলি ভারতে পৌঁছবে বলে জানিয়েছে ফ্রান্সে ভারতীয় দূতাবাস।
পাঁচ রাফাল জেট ভারতের আম্বালা এয়ারবেসে পৌঁছবে। ইতিমধ্যেই এই যুদ্ধবিমানগুলির জন্য প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আম্বালায়। বুধবারই বিমানগুলিকে বায়ুসেনার অন্তর্ভূক্ত করা হবে। আম্বালায় পৌঁছনোর আগে ৫ বিমান সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবির কাছে আল-ডফরা ফরাসি এয়ারবেসে থামবে। এই বিমানগুলির মধ্যে ২টি ট্রেনার এয়ারক্র্যাফ্ট ও ৩টি যুদ্ধবিমান। মেরিগ্রাক-এ রাফাল প্রস্তুতকারী সংস্থা ডসল্ট-এর ফেসিলিটিতে এগুলির নির্মাণ হয়েছে।
সেনা সূত্রে খবর, পূর্ব লাদাখ সেক্টরে রাফাল যুদ্ধবিমান মোতায়েনের সম্ভাবনা রয়েছে। এরফলে চিনের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ভারতীয় বায়ুসেনার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)-তে শক্তি আরও বৃদ্ধি পাবে।