মেলোডি কুইনের প্রয়াণে শোকস্তব্ধ দেশ, স্যাক্সোফোনে লতার জনপ্রিয় গানের সুর বাজিয়ে শ্রদ্ধাঞ্জলি জওয়ানের

রবিবার ভোরেই মেলে ভয়ানক খবর, হঠাৎই স্বাস্থ্যের অবস্থার অবনতী ঘটায় ব্যর্থ হয় সকল চেষ্টা। খবর সামনে আসতেই শিল্পী মহল থেকে শুরু ,করে গোটা বিশ্বের ভক্তমহল চোখের জলে ভাসছে। সাত সকালের এই সংবাদ যেন স্তব্ধ করে দিল গোটা দেশ, চলে গেলেন ভারতের নাইটেঙ্গেল লতা মঙ্গেশকর। আর তাই স্যাক্সোফোন লতা মঙ্গেশকরকে শ্রদ্ধাঞ্জলি জানালেন আইটিবিপি-র কনস্টেবল মোজ্জামল হক।

দেশাত্মবোধক গান থেকে শুরু করে চলচ্চিত্রে তাঁর গাওয়া গান দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। আজ সারা দেশ লতা মঙ্গেশকরকে স্মরণ করছে। শনিবার দুপুরেই স্বাস্থ্যের অবস্থার অবনতী ঘটে। তখন থেকেই চলছিল অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট। ডাক্তারের কথায় তিনি প্রাথমিক অবস্থায় টলারেট করছিলেন এই চিকিৎসা পদ্ধতি, রাতের দিকে অবস্থার উন্নতিও ঘটে। কিন্তু রবিবার ভোরেই মেলে ভয়ানক খবর, হঠাৎই স্বাস্থ্যের অবস্থার অবনতী ঘটায় ব্যর্থ হয় সকল চেষ্টা। খবর সামনে আসতেই শিল্পী মহল থেকে শুরু ,করে গোটা বিশ্বের ভক্তমহলে চোখের জল। সোশ্যাল মিডিয়ার পাতায় একের পর এক জন লতাকে নিয়ে শোকজ্ঞাপন করতে থাকেন। সকলেই বারবার উল্লেখ করেন প্রয়াত সুর সাম্রাজ্ঞীর সেই সব অমর গানকে যা একটা সময় উদ্বেল করেছিল দেশকে। আইটিবিপি-র জওয়ান মোজ্জামেল হকও পিছিয়ে ছিলেন তাঁর প্রিয় সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধাঞ্জলি জানাতে। স্যাক্সোফোনে তুলে আনেন লতা মঙ্গেশকরের সেই কালজয়ী গানকে। যা আইটিবিপি তাদের সোশ্যাল হ্যান্ডেলেও পোস্ট করে।  

05:09SSC Scam Case : ২৬ হাজার চাকরি গেল, কারা দায়ী! কী বলল সুপ্রিম কোর্ট? দেখুন10:45'ওয়াকফ ট্রাস্ট, কোনও ধর্মীয় প্রতিষ্ঠান নয়' ব্যাখ্যা দিয়ে ধুয়ে দিলেন লালন সিং | Lalan Singh10:44Waqf Amendment Bill : 'ওয়াকফ ট্রাস্ট, কোনও ধর্মীয় প্রতিষ্ঠান নয়' ব্যাখ্যা দিয়ে ধুয়ে দিলেন লালন সিং07:41'এই চোপ...কিচ্ছু জানে না, শুধু বকর বকর' এক ধমকে TMC সাংসদদের চুপ করিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়07:54'মোদীজি না থাকলে সংসদ ভবনও ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যেত' | Kiren Rijiju Waqf Amendment Bill07:53Waqf Bill Debate : 'সংসদ ভবনও ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যেত' সংসদে বিস্ফোরক কিরেন রিজিজু07:58ওয়াকফ সংশোধনী বিল : মুসলিম ধর্মীয় নেতাদের সমর্থন নাকি বিরোধিতা? | Waqf Amendment Bill 202507:58Waqf Amendment Bill 2025 : ওয়াকফ সংশোধনী বিল: মুসলিম ধর্মীয় নেতাদের সমর্থন নাকি বিরোধিতা? দেখুন প্রতিক্রিয়া02:51ইদের দিন হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি জয়পুরে, নামাজ পড়তে আসা মুসলিমদের উপর ফুল বর্ষণ করলেন হিন্দুরা05:52অ্যাকশনে 'যোগী পুলিশ', ইদের নমাজকে কেন্দ্র করে অশান্তি পাকানোর চেষ্টা বানচাল! | Latest News
Read more