মঙ্গলবার ছিল আন্তর্জাতিক মাননবাধিকার দিবস। সাত বছর আগে ২০১২ সালের ২৮ জুন, ছত্তিশগড় পুলিশ বিজাপুর জেলার সারকেঘুরায় ১৭ জন সাধারন গ্রামবাসীকে হত্যা করেছিল। ঘটনাকে মাওবাদী বিরুদ্ধে পুলিশের অভিযান হিসেবে দেখানো হয়েছিল। পরে অবশ্য বিচারপতি বিজয় কুমার আগরওয়ালের বিচার বিভাগীয় তদন্তে জানা গিয়েছিল মৃত ব্যক্তিদের একজনও মাওবাদি নয়। অধিকাংশকেই গুলি করার আগে শারীরিক নির্যাতন-ও করা হয়েছিল। কিন্তু, এমন নৃশংস কাজ করার পরেও কমিশন সিআরপিএফ-এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেনি। বদলে, সিআরপিএফ বাহিনীর-কে আরও ভাল সাজ-সরঞ্জাম দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এই ঘটনা ভারতে মানবাধিকার-এর অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলে দেয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ছিল আন্তর্জাতিক মাননবাধিকার দিবস। সাত বছর আগে ২০১২ সালের ২৮ জুন, ছত্তিশগড় পুলিশ বিজাপুর জেলার সারকেঘুরায় ১৭ জন সাধারন গ্রামবাসীকে হত্যা করেছিল। ঘটনাকে মাওবাদী বিরুদ্ধে পুলিশের অভিযান হিসেবে দেখানো হয়েছিল। পরে অবশ্য বিচারপতি বিজয় কুমার আগরওয়ালের বিচার বিভাগীয় তদন্তে জানা গিয়েছিল মৃত ব্যক্তিদের একজনও মাওবাদি নয়। অধিকাংশকেই গুলি করার আগে শারীরিক নির্যাতন-ও করা হয়েছিল। কিন্তু, এমন নৃশংস কাজ করার পরেও কমিশন সিআরপিএফ-এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেনি। বদলে, সিআরপিএফ বাহিনীর-কে আরও ভাল সাজ-সরঞ্জাম দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এই ঘটনা ভারতে মানবাধিকার-এর অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলে দেয়।