এর আগে নারদকাণ্ডে একাধিকবার সিবিআই জেরার মুখে পড়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে তিনি হাজিরা দিলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে। তবে এবার নারদ নয়, সারদা নিয়ে তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
এর আগে নারদকাণ্ডে একাধিকবার সিবিআই জেরার মুখে পড়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে তিনি হাজিরা দিলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে। তবে এবার নারদ নয়, সারদা নিয়ে তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সারদা কেলেঙ্কারির সময় তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন শোভন। প্রভাবশালী যোগ জানতেই তাঁকে তলব করা হয়েছিল বলে সিবিআই সূত্রে খবর। যদিও এদিনের হাজিরা নিয়ে মুখ খুলতে চাননি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায়। তবে নারদ ও সারদা কোনও কাণ্ডেই তিনি যুক্ত নন বলে জানিয়ে দেন।