৭৫ তম ভারতের স্বাধীনতা দিবস পালনকে ঘিরে জাতীয় পতাকা বিক্রির বাজার জমজমাট জলপাইগুড়িতে |
সারা দেশের সাথে জলপাইগুড়ি শহর জুড়েই চলছে ৭৫ তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি | এই বছর বিশেষ উৎসাহের কারণ ৭৫ তম স্বাধীনতা দিবস | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং সব ঘরে তিরঙ্গা লাগানোর আবেদন করেছেন | আর সেই উপলক্ষে জলপাইগুড়িতে বহু মানুষ জাতীয় পতাকা কিনতে ভিড় জমিয়েছেন বাজারে | জাতীয় পতাকা বিক্রির জমজমাট রাতেও |