৯২ শতাংশ কর্মক্ষতা নিয়ে ভারতে পৌঁছল স্পুটনিক ৫ প্রতিষেধক, এবার শুরু হবে এর দুই ফেজের হিউম্যান ট্রায়াল

  • করোনা প্রতিষেধক কবে বাজারে আসবে 
  • এই নিয়ে বিপুল আগ্রহ তৈরি হয়েছে 
  • মানুষ প্রবলভাবে করোনা ভ্যাকসিনের বাজার লভ্যতার দিকে তাকিয়ে
  • এরমধ্যে হায়দরাবাদ শহরে পৌঁছেছে স্পুটনিক ৫ প্রতিষেধক

বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে স্পুটনিক ৫ করোনা প্রতিষেধক। রাশিয়ার এই করোনা প্রতিষেধক নিয়ে তরজা এখন চরমে। যেখানে আমেরিকা ও অক্সফোর্ড দাবি করে চলেছে তাদের ভ্যাকসিন সবার আগে মানুষের কাছে পৌঁছবে। সেখানে রাশিয়া দাবি করেছে অন্যান্য দেশের অনেক আগেই তাদের প্রতিষেধক বাজারে চলে আসবে। বলতে গেলে রাশিয়ার করোনা প্রতিষেধ স্পুটনিক ৫-এর সঙ্গে এখন জোর লড়াই চলছে বিশ্বের অন্যান্য প্রান্তের করোনা ভ্যাকসিনের। কারণ, এদের সকলেরই এখন পরীক্ষা-নিরিক্ষা চলছে। পশুশরীর এবং মানবশরীরের উপরে এদের প্রয়োগ করা করে দেখা হচ্ছে কর্মক্ষমতা। বলতে গেলে এই পর্যায়ের পরীক্ষায় এখন অনেকটাই এগিয়ে গিয়েছে স্পুটনিক ৫। কারণ, এখন পর্যন্ত যা তথ্য ও প্রমাণ মিলেছে তাতে রাশিয়ার স্পুটনিক ৫-এর কর্মক্ষমতা ৯২ শতাংশ বলে প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার হায়দরাবাদ শহরে পৌঁছেছে স্পুটনিক ৫ ভ্যাকসিন। এই ভ্যাকসিন আনা হয়েছে হায়দরবাদের ডক্টর রেড্ডিস ল্যাবে। সেখানেই এই প্রতিষেধকের ফেজ ২ ও ৩ নম্বরের কাজ হবে। যেখানে পুরো দুটি ফেজ ধরে হিউম্যান ট্রায়াল চলবে। রাশিয়ার আরডিএফআই-এর সঙ্গে পার্টনার্শিপ করেছে ডক্টর রেড্ডিস ল্যাব। এরই অঙ্গ হিসাবে ভারত ১০কোটি স্পুটনিক ৫ প্রতিষেধক পাবে। এর বিক্রি ও ডিস্ট্রিবিউশনের পুরো দায়িত্ব থাকছে ডক্টর রেড্ডিস ল্যাবের।

03:57Assam : অসমে অ্যাকশন শুরু, জালে বড় পাণ্ডা! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ12:45কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী09:42'কুয়েত যেন মিনি হিন্দুস্তান' কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?05:30হিন্দু ধর্ম রক্ষার্থে বড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের, দেখুন কী বললেন তিনি04:55CM Yogi : 'সম্ভলের ঘটনায় একজনকেও ছাড়ব না' বিরোধীদের ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ03:10Abhishek Banerjee: 'এক দেশ এক নির্বাচন কথাটাই হাস্যকর' লোকসভায় এ কী বললেন অভিষেক?06:10কেন সংবিধান সংশোধন করেছিলেন? নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী05:46'জওহরলাল নেহেরুর জন্যই এত গণ্ডগোল' ভরা লোকসভায় এ কী বললেন প্রধানমন্ত্রী?04:53Abhijit Ganguly : 'বাইসেপ দেখিয়ে ভয় দেখানো যাবে না' মোদীর সামনেই হুঙ্কার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের04:05পুষ্পা 2 দেখতে এসে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, গ্রেফতার আল্লু অর্জুন