বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে স্পুটনিক ৫ করোনা প্রতিষেধক। রাশিয়ার এই করোনা প্রতিষেধক নিয়ে তরজা এখন চরমে। যেখানে আমেরিকা ও অক্সফোর্ড দাবি করে চলেছে তাদের ভ্যাকসিন সবার আগে মানুষের কাছে পৌঁছবে। সেখানে রাশিয়া দাবি করেছে অন্যান্য দেশের অনেক আগেই তাদের প্রতিষেধক বাজারে চলে আসবে। বলতে গেলে রাশিয়ার করোনা প্রতিষেধ স্পুটনিক ৫-এর সঙ্গে এখন জোর লড়াই চলছে বিশ্বের অন্যান্য প্রান্তের করোনা ভ্যাকসিনের। কারণ, এদের সকলেরই এখন পরীক্ষা-নিরিক্ষা চলছে। পশুশরীর এবং মানবশরীরের উপরে এদের প্রয়োগ করা করে দেখা হচ্ছে কর্মক্ষমতা। বলতে গেলে এই পর্যায়ের পরীক্ষায় এখন অনেকটাই এগিয়ে গিয়েছে স্পুটনিক ৫। কারণ, এখন পর্যন্ত যা তথ্য ও প্রমাণ মিলেছে তাতে রাশিয়ার স্পুটনিক ৫-এর কর্মক্ষমতা ৯২ শতাংশ বলে প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার হায়দরাবাদ শহরে পৌঁছেছে স্পুটনিক ৫ ভ্যাকসিন। এই ভ্যাকসিন আনা হয়েছে হায়দরবাদের ডক্টর রেড্ডিস ল্যাবে। সেখানেই এই প্রতিষেধকের ফেজ ২ ও ৩ নম্বরের কাজ হবে। যেখানে পুরো দুটি ফেজ ধরে হিউম্যান ট্রায়াল চলবে। রাশিয়ার আরডিএফআই-এর সঙ্গে পার্টনার্শিপ করেছে ডক্টর রেড্ডিস ল্যাব। এরই অঙ্গ হিসাবে ভারত ১০কোটি স্পুটনিক ৫ প্রতিষেধক পাবে। এর বিক্রি ও ডিস্ট্রিবিউশনের পুরো দায়িত্ব থাকছে ডক্টর রেড্ডিস ল্যাবের।