ভোটে দাঁড়ানোটা হাসনুরাম-এর স্বভাব। এখন পর্যন্ত ৯৩টি নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। একটা নির্বাচনেও জিততে পারেননি। তাঁর লক্ষ্য ১০০ টা নির্বাচন হারা। এমনটাই নিজে মুখে জানালেন হাসনুরাম। যতদিন বাঁচবেন নির্বাচনে লড়বেন বলেই জানালেন তিনি।
কৃষাণ সম্মান নিধি কী। এই প্রশ্নের উত্তর যে দেশের গরীব কৃষকদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুদান তহবিল। যা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়ে। এই আর্থিক অনুদান কী জন্য। এমন প্রশ্নেও উত্তর গরীব কৃষকরা যাতে আর্থিকভাবে সরকারের কাছ থেকে সহায়তা পান তার জন্য। কিন্তু কোনও দিন কি শুনেছেন কৃষাণ সম্মান নিধির অর্থ আসলে ভোট লড়াই-এর জন্য! এমন কথা শুনে অবাক হতেই পারেন, কিন্তু এটাই সত্যি। উত্তরপ্রদেশের কৃষক আগ্রা এলাকার বাসিন্দা হাসনুরাম প্রধানমন্ত্রী মোদীর দেওয়া কৃষাণ সম্মান নিধি-তেই ভোট প্রার্থী হয়েছেন। আসলে ভোটে দাঁড়ানোটা হাসনুরাম-এর স্বভাব। বছর ৩৬ আগে কোনও এক বড় রাজনৈতিক দল হাসনুরাম-কে প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়েছিল। আসলে তা আর হয়নি। আর এরপর থেকেই যে কোনও নির্বাচনে প্রার্থী পদ দাখিল করেন হাসনুরাম। এখন পর্যন্ত ৯৩টি নির্বাচনে প্রার্থী হয়েছেন। একটা নির্বাচনেও জিততে পারেননি। তাঁর লক্ষ্য ১০০ টা নির্বাচন হারা। হারের জন্য কেউ আবার প্রার্থী হয় নাকি। এমন প্রশ্নে কি বলছেন হাসনুরাম, শুনে নিন নিজের কানে। ভোট এলেই সব রঙিন চরিত্রের দেখা মেলে। কেউ প্রার্থী পদ না পেয়ে কেঁদে ফেলে। আবার কেউ নিজের পকেট থেকে অর্থ বের করেই নির্বাচনে লড়াই করে যায়। নির্বাচন জেতা হয় না। কিন্তু তাতে ভ্রুক্ষেপ নেই। হাসনুরাম-এর মতো ব্যক্তিরা এখনও রয়েছেন বলে নির্বাচনে এক অন্য ধরনের বার্তা পাওয়া যায়।